Birbhum News : শিশু নিখোঁজ ঘিরে ফের উত্তেজনা বীরভূমে

Last Updated:

একটি শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলো সিউড়িতে। সিউড়ি থানার অন্তর্গত হাটজান বাজার এলাকায় ওই শিশু নিখোঁজ হয় বৃহস্পতিবার সকাল থেকে।

Birbhum News : Child missing at suri
Birbhum News : Child missing at suri
#বীরভূম : দিন কয়েক আগেই বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ হয় শিবম ঠাকুর নামে এক পাঁচ বছরের শিশু। পরে ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয় পাশের বাড়ির অ্যাডবেস্টারের ছাউনি থেকে। এই ঘটনার রেস কাটতে না কাটতেই নতুন করে একটি শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলো সিউড়িতে। সিউড়ি থানার অন্তর্গত হাটজান বাজার এলাকায় ওই শিশু নিখোঁজ হয় বৃহস্পতিবার সকাল থেকে।
সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের হাটজান বাজার এলাকায় রিল গেটের পাশে যে বস্তি রয়েছে সেই বস্তি থেকে ওই শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিশুর নাম নাজিবউদ্দিন মন্ডল। তার বয়স আট বছর বলে জানা গিয়েছে। তার মা জুলেখা বিবি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালবেলা চা খাওয়ার পর তার ছেলে বাড়ি থেকে বের হন খেলার জন্য। কিন্তু তারপর থেকেই আর বাড়ি ফেরেননি এবং এখনও পর্যন্ত প্রায়ই ৭২ ঘন্টা হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ তন্ন তন্ন করে ওই নিখোঁজ হওয়া শিশুর তল্লাশি চালাচ্ছে তার বাড়ির আশপাশের বিভিন্ন এলাকায় এবং সেখানে থাকা জলাশয় ও কুয়ো ইত্যাদিতে। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে তার পরেও যখন ওই শিশুর কোনরকম খোঁজ পাওয়া যায়নি সেই সময় পুলিশের তরফ থেকে আনা হয় কুকুর। তবে সেই কুকুর দিয়ে তল্লাশি চালানোর পরও এখনও পর্যন্ত ওই শিশুর কোনরকম খোঁজ পাওয়া যায়নি।
advertisement
শিশুটির এইভাবে নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ। পরিবারের সদস্যরা অনুমান করছেন তাকে অপহরণ করা হলেও হতে পারে। তবে তারা জানিয়েছেন তাদের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : শিশু নিখোঁজ ঘিরে ফের উত্তেজনা বীরভূমে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement