Tollywood Gossip: বেলায় বিছানা ছাড়লাম, এবার ‘খাটেই’ ..., মা ধারাবাহিকের ঝিলিকের কাণ্ড কারখানা ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘মা’ ধারাবাহিকের ঝিলিককে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়, সুপার ভাইরাল টলিউড সুন্দরী...
#কলকাতা: মা সিরিয়ালের হাত ধরে একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল ছোট্ট ঝিলিক৷ ঝিলিকের দুঃখে মানুষ কেঁদেছে , তার আনন্দে মানুষ খুশি হয়েছে এক কথায় একেবারে ঘরের ছোট মেয়েটিকেই যেন টিভি পর্দায় দেখত বাংলা সিরিয়ালের দর্শক৷ মা ধারাবাহিকে আকাশছোঁওয়া জনপ্রিয়তা পেলেও পরে আর তাঁকে বড় একটা কাজ করতে দেখা যায়নি। তাঁর স্ক্রিন নেম ঝিলিক হলেও তাঁর আসল নাম তিথি বসু। Photo Courtesy- Instagram
advertisement
advertisement
advertisement
একটি বিছানায় শুয়ে থাকা ছবির পাশে কমেন্ট বক্সে তাকে ঘিরে শুরু হয় একাধিক কটাক্ষ। ছবিতে তিনি একটি পার্পল কালারের পোশাক পরে রয়েছেন৷ ছবিটি নিঃসন্দেহেই হট ৷ কিন্তু সমালোচনার মুখে তাঁর ক্যাপশন৷ সেখানে তিনি লিখেছেন ‘‘Slept till noon and now having breakfast in bed’’- অর্থাৎ দুপুর বেলা অবধি শুয়েছিলাম এবার বিছানাতেই ব্রেকফাস্ট করছি৷ Photo Courtesy- Instagram
advertisement
advertisement