Birbhum News : শেষ হল ডেউচা পাঁচামি কয়লা শিল্পের প্রথম খননকার্য, নিয়োগপত্র পেলেন আরও ৭৮ জন

Last Updated:

হাজার বাধা-বিপত্তি এলেও সেই সকল বাধা-বিপত্তি পেরিয়ে প্রশাসনিক দক্ষতায় গত জুলাই মাসের ১৪ তারিখ প্রথম খনন কার্য শুরু হয় দেওয়ানগঞ্জ, হরিণসিঙ্গা এলাকায়।

+
Birbhum

Birbhum News : 1st phase of Deucha pachami completed

#বীরভূম : ডেউচা পাঁচামি কয়লা শিল্প নিয়ে চরম তৎপরতা রাজ্য সরকার এবং বীরভূম জেলা প্রশাসনের। হাজার বাধা-বিপত্তি এলেও সেই সকল বাধা-বিপত্তি পেরিয়ে প্রশাসনিক দক্ষতায় গত জুলাই মাসের ১৪ তারিখ প্রথম খনন কার্য শুরু হয় দেওয়ানগঞ্জ, হরিণসিঙ্গা এলাকায়। এক মাসের বেশি সময় ধরে এই খননকার্য চলার পর শান্তিপূর্ণভাবেই তা শেষ হল।
এই এলাকার ১৪ জায়গায় খননকার্য চালানো হয় এলাকার কয়লার গুণগত মান এবং কত মাটির নীচে কয়লা রয়েছে তার সন্ধান পেতে। খনন কার্য চালানোর পর এই এলাকার বেশ কিছু জায়গায় ৬৩ ফুট এবং বেশ কিছু জায়গায় ১৪০ ফুটের মধ্যেই কয়লা পাওয়া গিয়েছে এমনই জানা যায় প্রশাসনিক সূত্রে। এর পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের খনন কার্য চলছে পুরাতন গ্রাম পঞ্চায়েতের কবিলনগর এবং সালুকা মৌজায়। এখানে ২৯১ ফুট ডিপি খনন কার্যের কাজ শেষ হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে এই ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যারা জমি দিয়েছেন তাদের মধ্যে ৭৮ জনকে নতুন করে চাকরির নিয়োগপত্র দেওয়া হল বীরভূম জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের তরফ থেকে। সিউড়ি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সকল জমিদাতাদের হাতে এই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। এর আগেও জেলা প্রশাসনের তরফ থেকে ২৭৫ জন জমি দাতাদের পরিবারের সদস্যদের হাতে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। নতুন করে যাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল তাদের চার মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
advertisement
প্রসঙ্গত, এই এলাকায় প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকা প্রাকৃতিক সম্পদ কয়লা রয়েছে। প্রথমদিকে সরকারি জমি এবং ইচ্ছুক কিছু ব্যক্তিগত মালিকানার জমিতে কয়লা উত্তোলনের কাজ করা হবে এবং পরবর্তীতে ব্যক্তিগত মালিকানাদের আর্জি অনুযায়ি কয়লা নিরীক্ষণের কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জমি দাতাদের ৩৫৩ জনের হাতে চাকরির নিয়োগপত্র এবং অন্যান্য প্যাকেজ তুলে দেওয়া হয়েছে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : শেষ হল ডেউচা পাঁচামি কয়লা শিল্পের প্রথম খননকার্য, নিয়োগপত্র পেলেন আরও ৭৮ জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement