হোম /খবর /বীরভূম /
৩০০ জনে মাত্র ১০ জন পাশ! উচ্চমাধ্যমিকে আজব ফল 'এই' স্কুলে, পাশের দাবিতে বিক্ষোভ

Birbhum HS Results 2022|| ৩০০ জনে মাত্র ১০ জন পাশ! উচ্চমাধ্যমিকে আজব ফল 'এই' স্কুলে, পাশের দাবিতে বিক্ষোভ

X
title=

WB HS Results 2022: ভালো ফলাফল হলেও সম্প্রতি দেখা যাচ্ছে বহু পরীক্ষার্থী আবার এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য। উচ্চমাধ্যমিকে আজব ফল 'এই' স্কুলে, পাশের দাবিতে বিক্ষোভ বীরভূমে।

  • Share this:

#মাধব দাস, বীরভূম: করোনাকালে গত দু'বছর ধরে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় হোম সেন্টারে। সেই পরীক্ষার ফলাফল এবং মেধা তালিকা প্রকাশিত হয় গত সপ্তাহের শুক্রবার। মেধা তালিকা প্রকাশের পর দেখা যায় রাজ্যের ২৭২ জন প্রথম দশে জায়গা করে নিয়েছে। এই ২৭২ জনের মধ্যে আবার বীরভূমের রয়েছে ১৫ জন পরীক্ষার্থী। এত ভাল ফলাফল হলেও সম্প্রতি দেখা যাচ্ছে বহু পরীক্ষার্থী আবার এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য। এই নিয়ে বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায়, আর সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল বীরভূমে। কারণ একটি স্কুলে ৩০০ জনের মধ্যে পাশ করেছে মাত্র ১০ জন।

বীরভূমের সাঁইথিয়ার সাঁইথিয়া শশীভূষণ দত্ত বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯০ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি। এই সকল পরীক্ষার্থীদের দাবি, তাদের স্কুলের ৩০০ জন পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ২৯০ জনের ফলাফল অনলাইনে অকৃতকার্য দেখাচ্ছে। এইসকল পরীক্ষার্থীরা তাদের পাশ করানোর দাবিতে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এবং সাঁইথিয়া থেকে লাভপুর যাওয়ার রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। তাদের পাশ করানো না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: ঘরছাড়া পরিবারদের ঘরে ফেরাল পুলিশ

এই সকল পরীক্ষার্থীদের দাবি, তাদের স্কুল থেকে এই বছর মোট ৩০০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে ২৯০ জনকেই অনলাইনে unsuccessful দেখাচ্ছে। তাদের প্রশ্ন কীভাবে এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হতে পারে? অবিলম্বে রেজাল্টের হার্ডকপি আসার আগে পরীক্ষায় পাশ করাতে হবে। এর পাশাপাশি তারা হুমকি দেয়, যদি কোনও পরীক্ষার্থীর সঙ্গে এই ফলাফলের কারণে কোনও রকম অঘটন ঘটে তাহলে তার জন্য দায়ী থাকবে স্কুল কর্তৃপক্ষ।

একটি স্কুলে ৩০০ জনের মধ্যে ২৯০ জন অকৃতকার্য হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও রকম মুখ খোলেনি। বিক্ষোভ এবং রাস্তা অবরোধের খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা বিক্ষোভরত পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বুঝিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি তুলে দেন।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Birbhum, WB HS Results 2022