বীরভূম: কাঁচাবাড়ির পাশেই পাকাবাড়ি তৈরি করছেন কাঁচা বাদামখ্যাত ভুবন বাদ্যকর। লাখ লাখ টাকা খরচ করে তৈরি হচ্ছে বাড়ি। সেই অনুপাতে খরচ করা হয়েছে বাড়ির অন্দরসজ্জাতেও। কিন্তু তারপরও তিনি নিজের বাড়ি ছেড়ে রয়েছেন ভাড়া বাড়িতে।
সম্প্রতি ভুবন বাদ্যকরের ঠিকানা দুবরাজপুর। সেখানেই একটি ভাড়া বাড়িতে থাকছেন তিনি। মাস পাঁচেক ধরে তিনি ওই ভাড়া বাড়িতে রয়েছেন। সেখানে তাঁকে মাসিক ২৭০০ টাকা করে বাড়ি ভাড়াও গুনতে হয়। দুবরাজপুরের বটতলা এলাকার একটি বাড়ির দোতলায় তিনি আপাতত থাকছেন।
আরও পড়ুনঃ রাজুর হোটেলে কী ঘটত? খুনের নীল নকশা খুঁজতে পুলিশি অভিযান! প্রকাশ্যে মারাত্মক তথ্য
কিন্তু কি কারণ? ভুবন বাদ্যকর জানান, তাঁর ছেলে দুবরাজপুর থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন। সেই জন্য তাঁকে রাতে কাজে যেতে হয়। অনেক সময়ই কাজ থেকে ফিরতে রাত হয়ে যায়। ছেলের কাজের সুবিধার্থে তিনি এখন দুবরাজপুরে বাড়ি বাড়া নিয়েছেন। ভুবন বাদ্যকরের কথায়, 'ছেলের কাজের সুবিধার জন্য মাস পাঁচেক ধরে দুবরাজপুরে আছি।'
Subhadip Pal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhuban badyakar, Viral