Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের লটারির কোটি টাকার ক্লেইম কোথা থেকে হল? ধরে ফেলেছে সিবিআই!

Last Updated:

Anubrata Mondal: অনুব্রত মণ্ডল জানুয়ারি মাসে লটারিতে যে কোটি টাকার জেতার জল্পনা তৈরি হয়েছিল তা নিয়েই এখন সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।

+
লটারি

লটারি রহস্য ফাঁস

#বীরভূম : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন সিবিআই-এর হাতে। এরপর সিবিআই আধিকারিকরা তার ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী থেকে শুরু করে নেতাদের তলব করলেও এখন তারা হাত ধুয়ে নেমে পড়েছেন লটারি নিয়ে। অনুব্রত মণ্ডল জানুয়ারি মাসে লটারিতে যে কোটি টাকার জেতার জল্পনা তৈরি হয়েছিল তা নিয়েই এখন সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন লটারির টিকিট বিক্রেতাদের তলব করেছেন। এবার এই তলবের তালিকায় নতুন সংযোজন বাপি গাঙ্গুলী। তাকে বৃহস্পতিবার শান্তিনিকেতনের রতন কুঠি, যেখানে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে তলব করা হয়। এখন প্রশ্ন হল তার থেকে কী কী জানতে চাওয়া হয়?
advertisement
advertisement
সিবিআই আধিকারিকরা তার থেকে জানতে চান, বোলপুরে কত লটারি বিক্রি হয়? কত প্রাইজ আসে? কত লোক টিকিট সেলার হিসেবে বিক্রি করেন ইত্যাদি। তবে বাপি গাঙ্গুলীর নামে ওই টিকিট বিক্রেতা দাবি করেছেন তাকে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কোন জিজ্ঞাসাবাদ করেননি। তবে তিনি জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন, কীভাবে টিকিট বিক্রি হয়? কীভাবে এই টিকিটে আশা প্রাইজের ক্লেম হয় ইত্যাদি। এসবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে পুনরায় আদালতে পেশ করার আগে সিবিআই আধিকারিকরা লটারির টিকিটে জেতার টাকা নিয়ে নিজেদের হাত পোক্ত করে নিতে চাইছেন।
advertisement
তবে এদিন শুধু ওই লটারির টিকিট বিক্রেতাকে ডেকে তলব করা হয়েছে এমন নয়, এর পাশাপাশি তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে। এই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় যার বাড়িতে আগেও সিবিআই আধিকারিকদের হানা দিতে দেখা গিয়েছিল।
advertisement
---Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের লটারির কোটি টাকার ক্লেইম কোথা থেকে হল? ধরে ফেলেছে সিবিআই!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement