Anubrata Mandal: বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল! অনুরাগীদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন নেতা?
- Published by:Samarpita Banerjee
Last Updated:
অনুব্রত মণ্ডল এদিন নিজ বাসভবনের সামনে গাড়ি থেকে নামার পর তাঁকে উঠতে দেখা যায় তাঁর বাড়ির সামনে তৈরি করা মঞ্চে। সেখানে অনুরাগীদের ও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি
#বীরভূম : তৃণমূলের দাপুটে নেতাদের মধ্যে প্রথম সারিতে যার নাম উঠে আসে তিনি হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কথায় আছে, অনুব্রত মণ্ডলের নির্দেশে 'বাঘে-গরুতে একঘাটে জল খায়'। তবে এই নেতাই এখন বিভিন্ন মামলায় জড়িয়ে জর্জরিত হয়ে পড়েছেন।
বীরভূমের এই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গত এপ্রিল মাসের ৫ তারিখ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গরু পাচার কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিতে তিনি রওনা দিয়েছিলেন। কিন্তু তারপর আর তাঁর বোলপুরে ফেরা হয়নি। পরদিন সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। সেখান থেকে দীর্ঘ ১৭ দিন পর ছুটি পান। এরপর কলকাতার চিনার পার্ক ফ্ল্যাটে থাকাকালীন একের পর এক সিবিআই তলব আসতে শুরু করে। এবং গত বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। আর সেখানে হাজিরা দেওয়ার পর শুক্রবার ফিরলেন বোলপুরের নিজ বাসভবনে।
advertisement
advertisement
শুক্রবার নিজ বাসভবনে নেতার ফেরার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উৎসবের মেজাজ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও তাঁর অনুরাগীদের ভিড় জমতে শুরু করে তাঁর বাড়ির সামনে। প্যান্ডেল তৈরি করে শুরু হওয়া এই উৎসবের মেজাজে কয়েক হাজার তৃণমূল কর্মী এবং অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে এই ভিড় শুরু হয়। আর বিকেল বেলায় তাঁর আগমনের পর আনন্দে মেতে ওঠেন অনুরাগীরা।
advertisement
অন্যদিকে, অনুব্রত মণ্ডল এদিন নিজ বাসভবনের সামনে পা রাখার পর গাড়ি থেকে নেমেই, তাঁকে উঠতে দেখা যায় তাঁর বাড়ির সামনে তৈরি করা মঞ্চে। সেখানে অনুরাগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বার্তা দেন, 'কোন অন্যায় কাজে থাকবেন না'। এর পাশাপাশি তিনি এত মানুষের সমাগম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রত্যেককে ধন্যবাদ জানান তাঁর পাশে থাকার জন্য। তাঁর কথায়, ঈশ্বর, আল্লাহর আশীর্বাদ এবং এত এত মানুষের ভালবাসার ফলেই তিনি সুস্থ হয়ে ফিরেছেন। এর পাশাপাশি তিনি জানান, বাড়ি ফিরলেও তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
May 20, 2022 7:13 PM IST