Amartya Sen: ৪০ বছর আগে লালমাটির রাস্তায় সাইকেল চালাচ্ছেন অমর্ত্য সেন, ছবি পোস্ট নোবেল কমিটির

Last Updated:

Amartya Sen: ৪০ বছর আগে সোনাঝুরির ক্যানেল পাড় ধরে লালমাটির রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছেন শান্তিনিকেতনের বাসিন্দা অমর্ত্য সেন

অমর্ত্য সেন
অমর্ত্য সেন
বীরভূম: প্রায় ৪০ বছর আগে সোনাঝুরির লালমাটির রাস্তা দিয়ে গবেষণার কাজে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন অমর্ত্য সেন। অন্যদের উৎসাহিত করতে সেই ছবি টুইট করে নোবেল কমিটি। প্রতীচী’র জমি বিতর্কের মাঝে অমর্ত্য সেনের সাইকেল চালানোর একটি ছবি টুইট করেছে ‘দ্যা নোবেল প্রাইজ’। টুইটারে এই পোস্ট নিয়েই শুরু হয়েছে চর্চা।
প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অভিযোগ করেছেন,নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন। শুধু অভিযোগ নয়, জমি খালি করার নির্দেশ দিয়ে তাঁর শান্তিনিকেতনের ‘প্রতীচী’ বাড়িতে নোটিশও লাগিয়ে দিয়েছে। এমনকি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেছেন, “অমর্ত্য সেন নোবেল পাননি। উনি নিজেকে নোবেল জয়ী বলে দাবি করেন।” যা নিয়ে উঠেছিল বিতর্কে ঝড়।
advertisement
advertisement
“দ্যা নোবেল প্রাইজ” কমিটির ওয়েবসাইটে অমর্ত্য সেনের ছবি, ভিডিও সহ তাঁকে “নোবেলজয়ী” বলে উল্লেখ করা রয়েছে। ১৯৯৮ সালে সমাজ কল্যাণমূলক অর্থনীতিতে নোবেল পান বঙ্গ সন্তান অধ্যাপক অমর্ত্য সেন। সম্প্রতি “দ্যা নোবেল প্রাইজ” অমর্ত্য সেনের একটি ছবি টুইট করেছে। প্রায় ৪০ বছর আগে সোনাঝুরির ক্যানেল পাড় ধরে লালমাটির রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছেন শান্তিনিকেতনের বাসিন্দা অমর্ত্য সেন।
advertisement
সেই ছবি টুইট করে নোবেল কমিটি লেখে,”শিশুকন্যা ও শিশুপুত্রের ওজনগত পার্থক্য ও লিঙ্গ বৈষম্য শীর্ষক গবেষণার জন্য পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে সাইকেল নিয়ে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছিলেন অমর্ত্য সেন।”
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Amartya Sen: ৪০ বছর আগে লালমাটির রাস্তায় সাইকেল চালাচ্ছেন অমর্ত্য সেন, ছবি পোস্ট নোবেল কমিটির
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement