Birbhum news: এ কেমন নৃশংসতা! বীরভূমে মহিলার বাড়িতে বাঁশ-শাবল নিয়ে চড়াও, ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

 পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রাম৷ অগ্নি সংযোগ করা হয় এক মহিলার বাড়িতে, গুরুত্বর জখম ৫ জন। দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে৷

+
এ

এ কেমন নৃশংসতা! বীরভূমে মহিলার বাড়িতে বাঁশ-শাবল নিয়ে চড়াও, ভয়ঙ্কর কাণ্ড

বীরভূম: দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রাম৷ অগ্নি সংযোগ করা হয় এক মহিলার বাড়িতে, গুরুত্বর জখম ৫ জন। দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে৷ খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে৷
ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামের ফকিরপাড়ায় দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘ দিন ধরে৷
এদিন, সকাল থেকে নাজিরা বিবির দুই সন্তান কাবিবুল শা ও সানিয়া খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। জাসমিন বিবির পরিবার অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে৷  আর সেখান থেকেই শুরু হয় বচসা। বচসা আকার নেই দুপক্ষের সংঘর্ষে৷ জানা গিয়েছে এরপরেই নাজিরা বিবির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ একই সঙ্গে বাঁশ-শাবল নিয়ে নাজিরা বিবির বাড়িতে চড়াও হয় জেসমিন বিবির পরিবারের লোকজন৷ মাথায় আঘাত লেগে গুরুত্বর জখম হন সমীর শা, জাহানারা খাতুন, অজিফা বিবি, মহিলারা-সহ ৫ জন৷  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
advertisement
advertisement
বোলপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে, ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স আসে ঘটনাস্থলে। গ্রামে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেশ কয়েকটি সাইকেল-বাইক আটক করেছে পুলিশ৷ কান্নায় ভেঙে পড়ে বাড়ির মালিক নজিরা বিবি বলেন, "আমার বাচ্চাকে অপহরণ করেছিল। আমি এটা বলায় শাবল বাঁশ দিয়ে মারে। আমার দাদার অবস্থা খারাপ৷ তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।"
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: এ কেমন নৃশংসতা! বীরভূমে মহিলার বাড়িতে বাঁশ-শাবল নিয়ে চড়াও, ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement