West Bengal Weavers: একটি বালুচরী শাড়ি বানাতে কতটা সময় লাগে জানেন? উত্তর শুনলে চোখ কপালে উঠবে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
West Bengal Weavers: স্নান খাওয়া ভুলে একনাগাড়ে কাজ করছেন তাঁতিরা। উদ্দেশ্য আপনার পছন্দের শাড়িটি তৈরি করা
বাঁকুড়া: আপনার পছন্দের বালুচরি শাড়িটা বানাতে কতটা সময় ব্যায় হয়েছে জানলে আপনার চোখ কপালে উঠবে। এত সুক্ষ, এবং নিপুণ এই শাড়ী বানাতে একজন নয়, প্রয়োজন একাধিক মানুষের হাড় ভাঙা পরিশ্রম। দৈহিক পরিশ্রম ছাড়াও দরকার কঠিন একাগ্রতা, একটু এদিক ওদিক হলেই আপনার নিখুঁত শাড়িটি নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ হাতে করে তৈরি করা হয় বিষ্ণুপুরী বালুচরি শাড়ি। হাতে বোনা বলেই রয়েছে ত্রুটির জায়গা ফলে নিখুঁত শাড়ি তৈরি করতে কখনও কখনও ১০ দিন পর্যন্ত এক নাগাড়ে কাজ করতে হয় একজনকে।
বিষ্ণুপুরী বালুচরী তিন ধরনের, সাধারণ এক সুতোর বালুচরী, দুই সুতোর বিশেষ মিনাখালী বালুচরি এবং স্বর্ণচরি। ঘট ঘট আওয়াজ আর পায়ের সঙ্গে তাল মিলিয়ে হাতের কাজ। দেখে মনে হবে তাঁতী তার ইচ্ছে মত হাত পা নারছেন এর নিজে থেকেই তৈরি হচ্ছে শাড়ির নকশা। বড় ভুল করবেন যদি এমনটা ভেবে থাকেন।
advertisement
advertisement
আপনার পছন্দের বালুচরি শাড়ির নকশা এবং বুনন সবই আগে থেকে নির্ধারিত করা থাকে। তারপর সেই মাপ বুঝে নিপুণ হতে মনযোগ সহকারে চলে তাঁতিদের কাজ। কাজ নয়! এ যেন আরাধনা। মনোযোগ ভঙ্গ হলেই কেটে যাবে সুর। মল্ল রাজাদের বিষ্ণুপুরে এলে আজও দেখতে পাবেন হাতে বোনা বালুচরি শাড়ির কর্মশালা। তাঁতিরা যেখানে কাজ করছেন দিন রাত এক করে।
advertisement
এতটা নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে তৈরি হয় বালুচরি শাড়ি। তাই পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বালুচরি শিল্পী অরুণ দে জানান যে একটি হতে বোনা আসল বালুচরি শাড়ি মা, মেয়ে এবং নাতনি মিলে পড়েও নষ্ট করতে পারবে না।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 8:01 AM IST