WB Panchayat Elections Result 2023: ২৪ ঘণ্টা পেরতেই শুরু দলবদল! বিজেপির টিকিটে জয়, ‘কাজ’ করার আশায় যোগ তৃণমূলে
- Published by:Salmali Das
- local18
Last Updated:
WB Panchayat Elections Result 2023: বিষ্ণুপুর ব্লকে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে ৪৯ নম্বর সংসদের বিজেপি প্রার্থী সলমা মুর্মু ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসনে ১৭ ভোটে জয়লাভ করেন।
বাঁকুড়া: বিষ্ণুপুর ব্লকে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে ৪৯ নম্বর সংসদের বিজেপি প্রার্থী সলমা মুর্মু ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসনে ১৭ ভোটে জয়লাভ করেন। জয়লাভ করার ২৪ ঘন্টা পেরতে না পেরেতেই তৃণমূলে যোগদান করলেন বিজেপির ওই প্রার্থী। বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে, অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে মোট ১২ টি আসন এর মধ্যে তৃণমূলের দখলে ৬টি, বিজেপির দখলে ছিল ৫টি এবং নির্দল প্রার্থীর দখলে ১টি।
তৃণমূলে যোগদান হওয়া বিজেপির জয়ী প্রার্থী জানান বিজেপিতে থেকে উন্নয়ন করা সম্ভব নয় তাই তিনি তৃণমূলে যোগদান করলেন এলাকার উন্নয়ন করার জন্য। তিনি আরও জানান, তাঁকে কোনরকম ভয় দেখানো হয়নি শাসকদলের পক্ষ থেকে ।
advertisement
advertisement
অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস জানান, ‘সারারাত বিজেপির ওই জয়ী প্রার্থীকে ধমকানো চমকানো হয়েছে। তাই, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করেছে তিনি।’ বাংলা জুড়ে শাসক দলের জয় অব্যাহত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 3:22 PM IST