Bankura News: নিশ্চিন্তে ঘুমচ্ছেন এক্স রে আধিকারিক, ডেকে তোলা যাচ্ছে না! ভিডিও দেখলে চমকে যাবেন
- Reported by:PRIYABRATA GOSWAMI
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীর আত্মীয় এক্সরে করাতে গিয়ে দেখেন টানটান হয়ে ঘুমোচ্ছেন এক্সরে বিভাগের কর্মী।
বাঁকুড়া:-ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ। ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীর এক্সরে করাতে গিয়ে ঘুম থেকে ওঠাতে হচ্ছে এক্সরে বিভাগের কর্মীকে। ঘুমন্ত অবস্থায় সেই কর্মী শুয়ে শুয়ে কাগজ নিচ্ছেন আহত যাত্রীর পরিবারের কাগজ দিচ্ছেন। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
ভাইর্যাল ভিডিও তে দেখা যাচ্ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজের এক্সরে বিভাগের কর্মীর ঘুম। ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীর এক্সরে করাতে গিয়ে এক্সরে বিভাগের কর্মীকে ঘুম থেকে ডেকে তুলতে হয়রানি। রোগীর আত্মীয়দের তরফ থেকে বার বার ডাকা হচ্ছে ওই এক্সরে বিভাগের কর্মীকে। অনেক ডাকার পর ঘুমিয়ে ঘুমিয়ে ওই কর্মী সাড়া দিয়েছেন। সাড়া দিলেও ঘুমের থেকে না উঠেই শোয়া অবস্থায় হাত বাড়িয়ে কাগজ নিচ্ছেন ও দিচ্ছেন। শুয়ে শুয়ে কাগজ পত্র সেরে নেওয়ার কাজটাও করছেন। বার বার উঠতে বলা হলেও উনি না উঠেই কাজ সারলেন।
advertisement
জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় আহত সোনামুখি পাটজোড় গ্রামের বাসিন্দা সুজন বাউরির এক্সরে করানোর কাগজ নিয়ে গিয়েছিলেন যাত্রীর সঙ্গে থাকা এক আত্মীয়। এক্সরে বিভাগের কর্মীদের এমন আচরণ দেখে এমন ভিডিও করেন সেই আত্মীয়ই। যদিও বেশ কিছু পরে এক্সরে করে দেওয়া হয়। কিন্তু একটা এমন দিনে একটা গুরুত্বপূর্ণ হাসপাতালের একজন কর্মীর সজাগ থাকাটায় বাঞ্ছনীয়। যেখানে ট্রেন দুর্ঘটনায় ঘটনায় সব হাসপাতালে চরম ব্যস্ততা। এমনকি সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে সতর্ক থাকার বার্তা দেওয়ার পরেও এমন আচরণ নিয়ে প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি এই ডিজিটাল এক্সরে বিভাগের ছবি দেখে ওই কর্মীকে শোকজ করা হয়েছে। শোকজ এর ঠিকঠাক উত্তর না পেলে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস কর্তৃপক্ষের। অভিযুক্ত কর্মীর দাবি, তিনি সেদিন অসুস্থ ছিলেন বলেই এমনটা হয়েছে।
প্রিয়ব্রত গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 12:14 PM IST








