Bankura News: এ কেমন স্কুল বিল্ডিং! আতঙ্কের মাঝেই চলছে খুদেদের পঠনপাঠন, শিউরে উঠছেন অভিভাবকরা!
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News : দু’জন শিক্ষক, ৫০ জন পড়ুয়া। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ‘‘ইলেকট্রিক লাইনের সু-ব্যবস্থা নেই, যত্র-তত্র লাইনের তার ঝুলে রয়েছে।’’
বাঁকুড়া: ২০১৭ সালে তৈরি হয় বাঁকুড়ার খাতড়া ব্লকের সুপুর অঞ্চলের ডমনাশোল প্রাথমিক বিদ্যালয়। পরে দীর্ঘদিন কেটে গেলও বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি না হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক-সহ স্থানীয়দের মধ্যে। রীতিমতো আতঙ্ক নিয়ে পঠন-পাঠন চালিয়ে যাচ্ছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা।
বিদ্যালয়ে এখনও পলেস্তরা নেই, মেঝে তৈরি না হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। বেঞ্চ ও বাথরুম নেই বলেও বিপাকে পড়তে হচ্ছে। পলেস্তরা-সহ ঘরের পাকা মেঝে তৈরি হয়নি। বাথরুম না থাকায় স্কুল চত্বরের বাইরে যেতে হয় খুদে পড়ুয়াদের। পাশাপাশি সব স্কুলে বেঞ্চ থাকলেও এই স্কুলের পড়ুয়ারা বেঞ্চে বসার সুযোগ থেকে এখনও বঞ্চিত। ইটের মেঝেতেই বসতে হয় পড়ুয়াদের।
advertisement
advertisement
বিভিন্ন সমস্যা নিয়ে চলছে এই স্কুল। তার ফলে ব্যাপক ক্ষোভ রয়েছে অভিভাবকদের মধ্যে। রয়েছেন দু’জন শিক্ষক, ৫০ জন পড়ুয়া। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ‘‘ইলেকট্রিক লাইনের সু-ব্যবস্থা নেই, যত্র-তত্র লাইনের তার ঝুলে রয়েছে। স্কুলের নিকটে কংসাবতী সেচ ক্যানেল গিয়েছে। শৌচাগার না থাকায় পড়ুয়ারা বাইরে যায়। ফলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। পাকা মেঝে না থাকার ফলে বিভিন্ন পোকামাকড় বেরোয়। বেঞ্চ না থাকায় খুবই সমস্যা হয়।’’
advertisement
স্কুল কর্তৃপক্ষ জানায়, সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শক জানান, কোনও সমস্যার কারণে স্কুল বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়নি। তবে সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে বলে তিনি জানান।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 6:46 PM IST