Bankura News: বোন না থাকার দুঃখ ঘোচাতে এগিয়ে এলেন কন্যাশ্রীরা, বাঁধলেন রাখি

Last Updated:

বোন না থাকার দুঃখ ঘোচাতে বাঁকুড়ার ইন্দাসে ভাইদের হাতে রাখি বাঁধলেন কন্যাশ্রী ছাত্রীরা

+
title=

বাঁকুড়া: যাদের বোন নেই কন্যাশ্রীরাই তাঁদের আপনজন! এই ব্রতকে সামনে রেখে যাদের ভাই-বোন নেই সেই মানুষদের হাতে রাখি বাঁধলেন ইন্দাসের কন্যাশ্রীরা। এবছর রাখি বন্ধনে বোন না থাকার দুঃখ ঘোচাতে এগিয়ে এলেন কন্যাশ্রীরা। ইন্দাস ব্লকের রাজখামার উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা বোন হয়ে রাখি বেঁধে দিলেন দাদাদের হাতে।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল। তাঁর এই উদ্যোগ সাম্প্রদায়িক বিভাজন অনেকটাই কমাতে সাহায্য করেছিল। ঠিক সেরকমই সারা বিশ্বে যখন জাতি ধর্ম বর্ণ নিয়ে অশান্তি বিরাজ করছে ঠিক তখনই বাংলায় সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে ফুটিয়ে তুলতে এক অভিনব উদ্যোগ কন্যাশ্রীদের।কন্যাশ্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে সামনে রেখেই এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে যাদের বোন নেই এমন ভাইদের হাতে রাখি বেঁধে দেন।
advertisement
advertisement
কন্যাশ্রীদের এই উদ্যোগে রাখি বাঁধার পাশাপাশি মিষ্টিমুখ‌ও হয়। হিন্দু ও মুসলিম ভাইদের হাতে রাখি বেঁধে দেওয়ার পর তাদের মিষ্টি খাওয়ান কন্যাশ্রীরা। এই উদ্যোগ গোটা জেলার মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে থাকলো।
নীলাঞ্জন ব্যানার্জি
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বোন না থাকার দুঃখ ঘোচাতে এগিয়ে এলেন কন্যাশ্রীরা, বাঁধলেন রাখি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement