Bankura News: আউটডোরে ডাক্তার দেখাতে এসে আর লাইন নয়, কিউআর কোড স্ক্যান করে সঙ্গে সঙ্গে পান টিকিট

Last Updated:

ডাক্তার দেখাতে এসে আউটডোরের টিকিট কাটার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এবার কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে হাতে টিকিট পেয়ে যাবেন রোগীরা

বাঁকুড়া: আউডোরে ডাক্তার দেখাতে এসে এবার আর টিকিট কাটার লাইনে দাঁড়াতে হবে না বাঁকুড়া মেডিকেল কলেজে। কারণ রোগীদের সুবিধার জন্য বসানো হল কিউআর কোড। স্মার্টফোনের সাহায্যে এই কিউআর কোড স্ক্যান করে এবার সহজেই আউটডোরের টিকিট কেটে ফেলতে পারবেন রোগী বা তাঁর পরিজন।
স্বাস্থ্য দফতরের নির্দেশে কলকাতার মেডিকেল কলেজগুলোয় আগেই এই কিউআর কোড ব্যবস্থা চালু হয়েছিল। এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও চালু হয়ে গেল আউটডোর টিকিট কাটার এই অত্যাধুনিক ব্যবস্থা। হাসপাতাল সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, এটা হওয়ার ফলে অনেকটাই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চিকিৎসা করতে আসা রোগী এবং রোগের আত্মীয়রা কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন। এর ফলে মানুষের সময় বেঁচে যাবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বাঁকুড়া মেডিকেল কলেজের আউটডোর ডাক্তার দেখানোর জন্যে প্রতিদিন গড়ে এক হাজারেরও বেশি রোগী আসেন। টিকিট কাটার জন্য কাউন্টারে ভিড় উপচে পড়ে ভিড়। কিন্তু এখন থেকে হাসপাতালে বিভিন্ন জায়গায় লাগানো কিউআর কোড স্ক্যান করলেই হাতে পাওয়া যাবে টিকিট। কীভাবে এটা হবে তা জানালেন হাসপাতালে সুপার। তিনি বলেন, যদি একটি স্মার্টফোন এবং মোবাইল নম্বর থাকে তবে আউটডোরে লাগানো যেকোনও কিউআর কোড স্ক্যান করলেই একটি ফর্ম আসবে। সেই ফর্মে নাম, আধার কার্ডের নম্বর, বয়স, লিঙ্গ এবং কোন বিভাগে ডাক্তার দেখাতে চাইছেন সেই বিভাগের নাম উল্লেখ করলেই টিকিট পাওয়া যাবে। দেড় ঘণ্টা লাইন দিয়ে যে টিকিট পারছিলেন সেই টিকিট পেয়ে যাবেন দেড় মিনিট সমযয়ে।
advertisement
এই কিউআর কোড ব্যবস্থা চালু হওয়ার ফলে ইতিমধ্যেই হাসপাতালের আউটডোরে মানুষের ভিড় কমতে শুরু করেছে। ডাক্তার দেখাতে এসে ভোগান্তি কমছে মানুষজনের।
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: আউটডোরে ডাক্তার দেখাতে এসে আর লাইন নয়, কিউআর কোড স্ক্যান করে সঙ্গে সঙ্গে পান টিকিট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement