Alipurduar News: মানুষখেকো চিতাবাঘ ধরতে ভরসা ট্রাপ ক্যামেরায়
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মানুষ খেকো চিতাবাঘের তাণ্ডবে আতঙ্ক আলিপুরদুয়ারের ফালাকাটায়। তাকে ধরতে শেষ পর্যন্ত ফাঁদ পাতল বন দফতর
আলিপুরদুয়ার: মানুষখেকো চিতাবাঘ ধরতে খাঁচা পাতল বন দফতর। ফালাকাটার দুটি স্থানে সেই খাঁচা পাতা হয়েছে। সেইসঙ্গে বসেছে ট্র্যাপ ক্যামেরা।
সম্প্রতি ফালকাটা ব্লকে বেড়েছে চিতাবাঘের উৎপাত।দুটি স্থানে চিতাবাঘের হানার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। লোকালয় থেকে পোষ্য, মানুষ টেনে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। ফালাকাটার অতীতপাড়া ও শিশুবাড়ি সরুগাঁও এলাকায় তাই চিতাবাঘ ধরতে দুটি খাঁচা পাতা হয়েছে। জঙ্গল এলাকায় টাঙানো হয়েছে জাল। শুধু তাই নয়, এই চিতাবাঘের গতিবিধির উপর নজর রাখতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা।
advertisement
advertisement
বন দফতর সূত্রে খবর, মোট চারটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা বাড়ানো হবে। গত রবিবার দলগাঁও জঙ্গল লাগোয়া অতীতপাড়ার এক বৃদ্ধাকে টেনে নিয়ে গিয়ে মাথা ছিন্ন করে দেয় চিতাবাঘ। তারপর মঙ্গলবার রাতে তাসাটি চা বাগান এলাকার একটি বাড়িতে ঢুকে চোখের সামনে থেকে পোষ্য বিড়ালকে তুলে নিয়ে যায়। পরপর দুটি ঘটনায় উদ্বিগ্ন বন দফতরও। এই প্রসঙ্গে দলগাঁও রেঞ্জের ডেপুটি রেঞ্জ অফিসার প্রীতম রায় জানান, যা মনে হচ্ছে চিতাবাঘটি পূর্ণবয়স্ক। পায়ের ছাপের নমুনা সংগ্রহ হয়েছে। দু’জায়গায় খাঁচা বসানো আছে। এই চিতাবাঘটিকে খুঁজে বের করতে না পারলে আরও প্রাণ যাবে।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2023 12:23 PM IST









