Bankura News: পুতুল নাচের কথার ইতি হয়নি, ডোকরা মেলায় তা আবার ফিরে আসছে

Last Updated:

প্রাণহীন পুতুলগুলি যেন কথা বলছে চোখে চোখে।আগেকার দিনে পুতুল নাচ হলে দূর-দূরান্ত থেকে দল বেঁধে আসত উৎসাহী মানুষ। বিস্ফারিত চোখ নিয়ে মাটিতে বসে বা পাশে দাঁড়িয়ে উপভোগ করত প্রাণহীন পুতুলগুলির নাটক

+
পুতুল

পুতুল নাচের কথার ইতি হয়নি, ডোকরা মেলায় তা আবার ফিরে আসছে

বাঁকুড়া: হারিয়ে যাওয়া শিল্প গুলোর মধ্যে অন্যতম হল পুতুল নাচ। ভারতবর্ষের প্রযুক্তিগত দিক থেকে উন্নতির আগে মানুষের বিনোদন গুলির মধ্যে অন্যতম ছিল পুতুল নাচ। বর্তমানে সেই পুতুল নাচ দেখা যায় না বললেই চলে। বাঁকুড়ার বিকনা শিল্প গ্রামের পাশে ডোকরা মেলা উপলক্ষে অনুষ্ঠিত হল পুতুল নাচ।
পুতুল নাচ খুবই কঠিন একটি শিল্প। প্রাণহীন পুতুলগুলির মধ্যে দিয়ে প্রাণ ফোটানোর জন্য নিজের হাতে তৈরি করতে হয় প্রত্যেকটি পুতুল তারপর পুতুলের বস্ত্র এবং অলংকার নির্বাচন করে পরানো হয় পুতুলে। পুতুল নাচের গল্প এবং পুতুল নাচের স্ক্রিপ্ট তৈরি করতে হয় শিল্পীদের তারপর ব্যাকস্টেজে থাকে বাদ্যকরদের এবং কথা শিল্পীদের দল। তার সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।
advertisement
advertisement
আগেকার দিনে পুতুল নাচ হলে দূর-দূরান্ত থেকে দল বেঁধে আসত উৎসাহী মানুষ। বিস্ফারিত চোখ নিয়ে মাটিতে বসে বা পাশে দাঁড়িয়ে উপভোগ করত প্রাণহীন পুতুলগুলির নাটক। বাঁকুড়াতেও সেই একই চিত্র ধরা পরল। পুতুল নাচ দেখতে জমা হয় চোখে পড়ার মত ভিড়। প্রতিবছরই এই মঞ্চে পালিত হয় পুতুল নাচ। তাই এই বছর ডোকরা মেলা উপলক্ষে পালিত হল পুতুল নাচ।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: পুতুল নাচের কথার ইতি হয়নি, ডোকরা মেলায় তা আবার ফিরে আসছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement