Offbeat News: রাজ্যপাল দিয়েছেন মেডেল...! তবু বিক্রি করছেন ফুচকা! তেঁতুল জলে 'স্বপ্ন' মেশান বেলিয়াতোড়ের 'Mr. Fuchkawala'

Last Updated:

Offbeat News: বাঁকুড়া জেলার আনাচে কানাচে বহু না বলা লুকিয়ে আছে। বাঁকুড়ার বেলিয়াতোড়ের

+
বেলিয়াতোড়ের

বেলিয়াতোড়ের 'মিস্টার ফুচকাওয়ালা'

বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড়ে একজন ফুচকা বিক্রেতা আছেন যিনি ক্যারাটাতে ব্রাউন বেল্ট। অংশগ্রহণ করেছেন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও। আবার রাজ্যপালের কাছে মেডেল পেয়েছেন। পেশায় তিনি ফুচকাওয়ালা। স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার। তবে পরিবারের হাল ধরতে সে এখন 'মিস্টার ফুচকাওয়ালা'।
বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা রাজদীপ দে যাকে 'মিস্টার ফুচকাওয়ালা' নামেই চেনেন সারা বেলিয়াতোড়বাসী। ডাকাবুকো এই এনসিসি ক্যাডার ২০১৮ স্নাতক ডিগ্রি অর্জন করার পর সংসারের হাল ধরতে আর্মি হওয়ার স্বপ্ন বাক্সবন্দি করে নিজেকে রূপান্তরিত করে ফেলেছেন একজন ফুচকা বিক্রেতায়।
advertisement
advertisement
বহু না বলা গল্প লুকিয়ে আছে বাঁকুড়া জেলার আনাচে কানাচে। বাঁকুড়ার বেলিয়াতোড়ের, 'মিস্টার ফুচকাওয়ালার' এই গল্প কিছুটা বেদনার, বাস্তবতার এবং অনুপ্রেরণার। রাজদীপের এক বন্ধুর কোভিড এর লকডাউন চলে যায় চাকরি। বন্ধুর সঙ্গে পরামর্শ করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজদীপ বেছে নেন ফুচকার ব্যবসা।
advertisement
বর্তমানে 'মিস্টার ফুচকাওয়ালা' হরেক রকম ফুচকা যেমন জল ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফ্লেবার ফুচকা ইত্যাদির সম্ভার নিয়ে সন্ধ্যা হলেই পসার সাজিয়ে বসেন। আর এই মিস্টার ফুচকাওয়ালার অভিনব ফুচকা খাওয়ার জন্য ভিড় জমান আপামর জনগণ। স্বাদে অতুলনীয় এবং দামে যথাযথ এই ফুচকা এখন বাঁকুড়ার হট ফেভারিট।
আর্মির ইউনিফর্মটা হয়ত পরা হল না রাজদীপের কিন্তু স্বপ্নপূরণ না হওয়ায় থেমে থাকেননি রাজদীপ। থেমে থাকেনি নতুন স্বপ্ন দেখা। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা রাজদীপের মিস্টার ফুচকাওয়ালা হওয়ার এই যাত্রাপথ প্রমাণ করে যে কোন এক না পাওয়ার পিছনে লুকিয়ে থাকে অন্য পথ, অন্য একটি দিশা। তাই হতাশ হয়ে নয়, না থেমে সবসময় বুক উচিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই হয়ত পাওয়া যাবে সাফল্য।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Offbeat News: রাজ্যপাল দিয়েছেন মেডেল...! তবু বিক্রি করছেন ফুচকা! তেঁতুল জলে 'স্বপ্ন' মেশান বেলিয়াতোড়ের 'Mr. Fuchkawala'
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement