প্রায় আধ ঘণ্টা ধরে বহু সাধ্য সাধনার পর ওই যুবককে নামিয়ে আনতে সমর্থ হয় রেল পুলিশ ও স্থানীয়রা। এর জেরে বাঁকুড়া স্টেশনের আপ লাইনের ওভারহেড তারে আধ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হয়। যুবকের নাম ঠিকানা জানা যায়নি। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিশের। প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া
মঙ্গলবার দুপুরে বাঁকুড়া স্টেশনের অদূরে বাঁকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন রেল গেটের বাসিন্দারা দেখেন রেল গেটের অদূরে আপ লাইনের ওভারহেড বিদ্যুৎবাহী তারের পিলারের আগায় উঠে পড়েছেন এক যুবক। পিলারের বিপজ্জনক উচ্চতায় উঠে থাকা ওই যুবক হাত নেড়ে নিজের মনে চিৎকার করে যাচ্ছিলেন। প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া