Bankura News: সন্ধ্যেবেলায় জনসমক্ষে বাঁকুড়ার প্রতাপ বাগানের খুনের ঘটনায় নয়া মোড়
- Published by:Uddalak B
Last Updated:
ত্রিকোণ প্রেমের জেরেই যুবক খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বাঁকুড়া: ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক, ত্রিকোণ প্রেমের জেরেই খুন প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, খুশির ইদের মাঝেই শোক বিহল পরিবারের দাবী খুনির যাবজ্জীবন কারাদণ্ডের৷
বাঁকুড়া শহরে ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার হল এক যুবক । ধৃত যুবকের নাম চন্দ্রশেখর সিংহ। গতকাল রাতে বাঁকুড়া শহর লাগোয়া শ্যামদাসপুর গ্রামের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ত্রিকোণ প্রেমের জেরেই যুবক খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
advertisement
শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ার অভিজাত এলাকা হিসাবে পরিচিত প্রতাপবাগান এলাকায় প্রকাশ্য রাস্তায় শেখ আমন নামের এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খুরের সাহায্যে গলার নলি কেটে দেয় দুস্কৃতিরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত শেখ আমনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভর সন্ধ্যেয় বাঁকুড়া শহরের অভিজাত এলাকা হিসাবে পরিচিত প্রতাপবাগানে অন্যতম ব্যস্ত সড়কে গলার নলি কেটে বাইক আরোহী এক যুবককে খুনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একটি দামী বাইকে করে জুনবেদিয়া এলাকা থেকে প্রতাপবাগানের রাস্তা ধরে কলেজ রোডের দিকে যাচ্ছিল মাচানতলা এলালার বাসিন্দা শেখ আমন। অভিযোগ ওই বাইকটিকে অনুসরণ করে এলআইসি কোয়ার্টার চত্বর পর্যন্ত আসে আততায়ীরা। এলআইসি কোয়ার্টার লাগোয়া প্রতাপবাগানের মূল রাস্তায় চলন্ত বাইকটিকে ধাক্কা দিয়ে আমনকে ফেলে দেয় আততায়ীরা। পরে খুর দিয়ে আমনের গলার নলি কেটে আততায়ীরা বাইকে চড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এই ঘটনার পরই তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ও মৃত আমনের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই শ্যামদাসপুর থেকে চন্দ্রশেখর সিংহ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন।
advertisement
সারা দেশে যখন খুশির ইদ পালন করা হচ্ছে, তখনই শেখ আমনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চোখের জলে পরিবারের দাবি খুনির যাবজ্জীবন কারাদণ্ডের। ধৃতের আইনজীবী জানিয়েছেন অভিযুক্ত নির্দোষ বলে দাবি করেছে জামিনের জন্য আবেদন করবেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের পুলিশ হেপাজত নির্দেশ দেন বাঁকুড়া জেলা আদালতের বিচারকের। আবার তাকে আগামী ২৬ শে এপ্রিল বাঁকুড়া জেলা জর্জ আদালতে হাজির করাবে পুলিশ।
advertisement
Priyabrata Goswami
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 6:17 PM IST