Navratri 2023: বাঁকুড়ার বুকে 'এক টুকরো গুজরাত'! প্যাটেল ভবনে নবরাত্রির পুজো অবাক করবে আপনাকেও

Last Updated:

বাঁকুড়া শহরে এক টুকরো গুজরাত। বাঁকুড়া শহর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩৫টি গুজরাতি পরিবার। তবে নবরাত্রির দিনগুলি তাঁরা নিজেদের মতো কাটাতে চান বলে রীতি মেনেই পালন করছেন নবরাত্রি এবং আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি। নবরাত্রি কে সামনে রেখে সেজে ওঠে বাঁকুড়া লালবাজার বাইপাস রোডের ধারে, প্যাটেল ভবন প্রাঙ্গণে।

+
ডান্ডিয়া

ডান্ডিয়া এবং গারবা নৃত্য

বাঁকুড়া: বাঁকুড়া শহরে এক টুকরো গুজরাত। বাঁকুড়া শহর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩৫টি গুজরাতি পরিবার। আনুমানিক ১০০ বছর আগে ব্যবসার কারণে গুজরাট থেকে কিছু মানুষ বাঁকুড়ায় আসেন। বাঁকুড়ায় বসবাসের কারণে তাঁদের আত্মীয়-স্বজনের সংখ্যা বাড়তে থাকে এবং নবীন প্রজন্মের ছেলেমেয়েদের জন্ম, শিক্ষা, এবং জীবন জীবিকা এই বাঁকুড়া শহরেই।
তবে নবরাত্রির দিনগুলি তাঁরা নিজেদের মতো কাটাতে চান বলে রীতি মেনেই পালন করছেন নবরাত্রি এবং আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি। নবরাত্রি কে সামনে রেখে সেজে ওঠে বাঁকুড়া লালবাজার বাইপাস রোডের ধারে, প্যাটেল ভবন প্রাঙ্গণে। গুজরাতি সম্প্রদায়ের প্রবীণরা তাঁদের কৃষ্টি ও সংস্কৃতির দায়-দায়িত্ব তুলে দিয়েছেন নবীন প্রজন্মের হাতে।
advertisement
advertisement
তাঁদেরও বড়দের দেখানো রীতি মেনে আচার অনুষ্ঠান দেখা গিয়েছে। চলছে নবরাত্রির পূজা-অর্চনা, পাশাপাশি নৃত্যগীতি। গুজরাটি নৃত্য বলতে , সকলেই মাথায় আসে ডান্ডিয়াও গরবা। মহাসমারোহে পালিত হচ্ছে সেগুলি। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয়ে যায় এই নবরাত্রির অনুষ্ঠান। চলে নবমী পর্যন্ত । প্রতিদিনই সন্ধ্যায় ফুল, ফল, মিষ্টি দিয়ে পূজা-অর্চনা করা হয়। পুরো প্যাটেল পরিবার তথা গুজরাতি সম্প্রদায়ের মানুষ ভক্তিগীতি সঙ্গে ডান্ডিয়া নৃত্য সহযোগী পুজো সম্পন্ন করছেন।
advertisement
পুজোর শেষে প্রসাদ বিতরণ এবং সকলে একসঙ্গে বসে নৈশভোজের আয়োজন থাকে। সকল পরিবার এক জায়গায় জমা হন। বাঁকুড়াবাসির চোখে প্যাটেল ভবন এখন দর্শনীয় স্থান। যেন ‘এক টুকরো গুজরাট’।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Navratri 2023: বাঁকুড়ার বুকে 'এক টুকরো গুজরাত'! প্যাটেল ভবনে নবরাত্রির পুজো অবাক করবে আপনাকেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement