Bankura News: বাঁকুড়ার সতীঘাট সেতু সংস্কার শেষ হতে আরও দু'মাস সময় লাগবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বাঁকুড়ার গুরুত্বপূর্ণ সতীঘাট সেতু সংস্কারের কাজ গত চার বছর ধরে চলছে। প্রশাসন জানিয়েছে, এই সেতু সংস্কার শেষ হতে আরও দু'মাস সময় লাগবে
বাঁকুড়া: শহরের অন্যতম ব্যাস্ত এলাকা হল সতীঘাট। এই অঞ্চলের যাতায়াতের প্রধান সেতু সংস্কারের কাজ চলছে দীর্ঘ চার বছর ধরে। সতীঘাট ব্রিজ সংস্কারের কাজ চালায় দীর্ঘদিন ধরে ভোগান্তির মুখে পড়ছে এলাকার মানুষ। সম্প্রতি জানা গিয়েছে, এই সেতু চালু হতে আরও দু'মাস সময় লাগবে। ফলে বাঁকুড়া শহরের মানুষের ভোগান্তি এখনই কমছে না। ফলে ঘুর পথেই যাতায়াত করতে হবে এলাকার মানুষকে। তার সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে মাস ছয়েক কাজ হওয়ার পরই বন্ধ হয়ে যায় এই ব্রিজের কাজ। এই করেই দীর্ঘ চার বছর সময় লেগে গিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সতীঘাট ব্রিজের সামনেই আছে বহুদিনের পুরনো হনুমান মন্দির। সরকার থেকে জানানো হয়েছে ব্রিজের রাস্তা বাড়ানোর জন্যে সরকারি জায়গায় ওপর অবস্থিত মন্দিরের মুখ্য দরজার সামনের তিনটি সিঁড়ি ও তার সঙ্গে মন্দিরের জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। এর ফলে দর্শনার্থীরা চরম সমস্যায় পড়বে বলে এলাকাবাসীর অভিযোগ। মন্দির কর্তৃপক্ষও এর ফলে অসুবিধা হওয়ার আশঙ্কায় ভুগছে।
advertisement
advertisement
তবে ব্রিজের কাজ খুব শীঘ্রই শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। সতীঘাট সেতু সংস্কারের কাজ শেষ হতে এত বেশি সময় লাগল কেন তার ব্যাখ্যা দিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক। তিনি জানান, জনবহুল এলাকা হওয়ার কারণে প্রাথমিকভাবে ডিনামাইট বিস্ফোরণের অনুমতি পাওয়া যায়নি। গত বছর বাঁকুড়া জেলায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় শেষ মুহূর্তে নকশা পরিবর্তন করে এই ব্রিজের উচ্চতা আরও বাড়াতে হয়েছে। এইসব কারণের জন্যই এই গুরুত্বপূর্ণ সেতু সংস্কারের কাজ শেষ হতে দেরি হচ্ছে বলে জেলাশাসক জানান।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 11:28 PM IST