Health Care: হঠাৎ দম বন্ধ হলে কি করবেন? স্ট্রোক হলে সঙ্গে সঙ্গে করুন এই কাজ! জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Health Care: বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন জরুরি কিছু তথ্য!
বাঁকুড়া: অত্যন্ত গ্রামাঞ্চলে শারীরিক সমস্যা হলে প্রাথমিক চিকিৎসা কীভাবে করা উচিত সে সম্পর্কে স্বচ্ছ ধারনার যথেষ্ট অভাব রয়েছে। ধরুন হঠাৎ যদি শ্বাস-প্রশ্বাস থেমে যায় বা হৃৎপিণ্ড এবং ফুসফুস কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা করার জায়গা না থাকলে কি করা উচিত সেই বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্প করলো শুশুনিয়ার ঐকতান নামক সংস্থা।
এ বিষয়ে কথা বলেন অধ্যাপক অনিমেষ মণ্ডল এবং ডক্টর দেবাশীষ গোস্বামী। শুশুনিয়া সর্ব ষোলআনা হরিমন্দির প্রাঙ্গণে এদিন একটি হিউম্যান ডামি নিয়ে এসে একদম চাক্ষুষ বুঝিয়ে দেয়া হল ঠিক কিভাবে করতে হবে প্রাথমিক চিকিৎসা।একটি সাংস্কৃতিক সংগঠন হল শুশুনিয়ার ঐকতান।
advertisement
ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন জনসচেতনতামূলক নাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন এই সংগঠন। তার সঙ্গে চলে তাল মিলিয়ে সমাজসেবা। এবং গঠনমূলক কাজ। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বহুদূর পর্যন্ত থাকে না হসপিটাল এবং প্রাথমিক চিকিৎসালয়, তাই প্রাথমিক চিকিৎসার কিছু ক্ষুদ্র জিনিস জানা থাকলেই আপৎকালীন পরিস্থিতিতে সঠিক চিকিৎসা করা সম্ভব হবে বলে মনে করেছে শুশুনিয়া ঐকতান এবং সেই কারণেই আয়োজন করা হয়েছে এই জনসচেতনতা মূলক অনুষ্ঠানটির।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 8:51 PM IST