Bankura News : হাতির ভয়ে ফাঁকা হতে চলেছিল বিয়েবাড়ি, সামলালেন বনকর্মীরা
- Written by:Bangla Digital Desk
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bankura News : এ এমন এক বিয়ে বাড়ি যেখানে নিমন্ত্রিতদের আসতে বুক কেঁপে উঠছে। বিয়ে বাড়ীতে খাওয়ার লোভও পরিত্যাগ করেছেন অনেকেই। বিয়ে বাড়ির পথেই হতে বারে অনিশ্চিত ভয়ঙ্কর পরিণতি। কিসের ভয়? জেনে নিন
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বেলিয়াতোড় : তোড়জোড় চলছে বিয়েবাড়ির। আসা যাওয়া হবে অজস্র মানুষের। কিন্তু এ এমন এক বিয়ে বাড়ি যেখানে নিমন্ত্রিতদের আসতে বুক কেঁপে উঠছে। পাশের জঙ্গলে লুকিয়ে আছে সাক্ষাৎ যমদূত। আর সেই ভয়েই শীতের ঠান্ডা আবহাওয়ায় বিয়েবাড়িতে নেমন্তন্ন খাওয়ার লোভও ত্যাগ করেছেন অনেকেই। বিয়েবাড়ি যাওয়ার পথেই হতে বার অনিশ্চিত ভয়ঙ্কর পরিণতি। কে আছে এই জঙ্গলে? কীসের ভয়ে কাঁপছে অতিথিরা?
আগেকার দিনে গ্রামে গঞ্জে বিয়ের অনুষ্ঠান থাকলেই হাত পা ঠাণ্ডা হয়ে থাকত পরিবার পরিজনের। ভয় ছিল ডাকাতির। সেই ভয়েই সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে পাহারা দিত লোকজন। কিন্তু এই বিয়ে বাড়িতে ভয় ডাকাতির নয়। এই ভয় এমন ভয় যে পাঁঠার মাংসের লোভে রাতের অন্ধকারে বিয়ে বাড়ি গেলেই হতে পারে যন্ত্রণাদায়ক মৃত্যু। পাশের ঘন জঙ্গল থেকে বেড়িয়ে আসতে পারে এক পাল বিশালাকায় যমদূত। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন , হাতির ভয়ে বিয়েবাড়ি সুনসান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোর থানার অন্তর্গত কদমা গ্রামের। হাতির থেকে মেয়ের বিয়েকে রক্ষা করতে বাঁকুড়ার পরিবার ছুটল বনদফতরে।
advertisement
আরও পড়ুন : বিশ্বের চতুর্থ ধনী তারকা শাহরুখের মোট সম্পত্তি কত! তাঁর কেনা মহার্ঘ্যতম জিনিস কী
হাতি যদি থ্যানোস হয় তাহলে বীর বিক্রম বনকর্মীরা সাক্ষাৎ আয়রনম্যান। বিয়ে আটকাতে কেউ পারবে না। হাতির পালের সামনেও পিছু পা হচ্ছে না বনবিভাগ। ভাল ভাবে বিনা আতঙ্কে বিয়ে সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। সঙ্গে সাহায্য করছে পুলিশ প্রশাসন। হাতির হানার জেরে বেশ কয়েকদিন ধরেই জেরবার হয়ে রয়েছে বেলিয়াতোড়। হাতি ও সাধারণ মানুষের মধ্যে দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে বনবিভাগ এবং পুলিশ প্রশাসন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2023 6:14 PM IST






