Humanity: অন্ধকারে মোবাইলের আলোয় শুশ্রূষা! প্রত্যন্ত গ্রামে বিনা খরচে মানুষের চিকিৎসা করছেন সুপ্রতিষ্ঠিত অভিজ্ঞ চিকিৎসকরা

Last Updated:

Humanity: কিছু ক্ষেত্রে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে ঔষধ এবং রক্ত পরীক্ষার সুবিধা। অন্ধকারে মোবাইলের আলোয় চলছে চিকিৎসা 

+
বিনামুল্যে

বিনামুল্যে পাওয়া যাচ্ছে ঔষধ এবং রক্ত পরীক্ষার সুবিধা 

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: ইঁদুরদৌড়ের সমাজে যখন অধিকাংশই নিজের আখের গুছিয়ে নিতে ব্যস্ত, তখন বাঁকুড়া জেলায় তিন জন সুপ্রতিষ্ঠিত অভিজ্ঞ চিকিৎসক, প্রত্যন্ত গ্রামে গিয়ে বিনামূল্যে চিকিৎসা করছেন দিনের পর দিন। গ্রামবাসীরা তাঁদের ধন্বন্তরি হিসাবে মেনে নিয়েছেন। শয্যাশায়ী রোগী উঠে দাঁড়িয়েছেন তাঁদের চিকিৎসায়। নেপথ্যে রয়েছে সেবার আলোয় আলোকিত এক সামাজিক সংগঠন, আলোর দিশা কর্মযোগ।
ঘটনাটি ঘটছে বাঁকুড়া জেলার বাঁকুড়া-১ ব্লকের অন্তর্গত আন্দারথোল গ্রামে। প্রত্যন্ত গ্রামে কখনও কখনও থাকেনা বিদ্যুৎ। গরমকে উপেক্ষা করে মুঠোফোনের আলো জ্বেলে চলছে চিকিৎসা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর প্রিয়দর্শী কুন্ডু, অবসরপ্রাপ্ত সরকারি হোমিওপ্যাথি মেডিক্যাল অফিসার ডক্টর দীপক গুপ্ত এবং ডঃ সৌরভ দত্ত বিগত আট মাস ধরে সপ্তাহে একদিন করে দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসার পরিষেবা। কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওষুধ এবং রক্ত পরীক্ষার সুবিধা পর্যন্ত।
advertisement
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ মন্ডল। কলকাতার সিটি কলেজে পাঠরত অবস্থা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন সমাজের জন্য কিছু করার। সামাজিক মাধ্যমে একটি গ্রুপ তৈরি করেন তিনি। নাম রাখেন “আলোর দিশা কর্মযোগ”। উদ্দেশ্য ছিল, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া। একের পর এক সহৃদয় মানুষ যোগদান করেন এই গ্রুপে। বর্তমানে মেধাবী ছাত্র-ছাত্রীদের লক্ষ্যে পৌঁছে দেওয়া ছাড়াও, আলোর দিশা কর্মযোগের তত্ত্বাবধানে চলছে বিনামূল্যে চিকিৎসার এক বিরাট কর্মযোগ।
advertisement
advertisement
দেশের আনাচে-কানাচে রয়েছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া বঞ্চিত দেশবাসী। দেশে রোগী এবং ডাক্তারের অনুপাত যথেষ্ট শঙ্কাজনক। রোগী পিছু ডাক্তারের সংখ্যা অনেকটাই কম থাকা সত্ত্বেও বাঁকুড়া জেলায় রয়েছেন বহু সহৃদয় চিকিৎসক। এই তিনজন তাঁদেরই অন্যতম। সাধারণ মানুষের সেবার জন্য নিয়োজিত করেছেন তাদের প্রাণ।
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Humanity: অন্ধকারে মোবাইলের আলোয় শুশ্রূষা! প্রত্যন্ত গ্রামে বিনা খরচে মানুষের চিকিৎসা করছেন সুপ্রতিষ্ঠিত অভিজ্ঞ চিকিৎসকরা
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement