Bankura News: চাকরি নয়, নিজেই হন উদ্যোক্তা কাজ দিন আরও পাঁচজনকে

Last Updated:

চাকরির নিশ্চিন্ত জীবনের পরিবর্তে উদ্যোক্তা হয়ে আরও পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা করলে তবেই এগোবে দেশ, এই বিষয়ে বিতর্ক সভা আয়োজিত হল বাঁকুড়ায়

+
title=

বাঁকুড়া: চাকরি নয়, বরং নিজেই উদ্যোক্তা হয়ে ওঠা। আর এরই মাধ্যমে আরও পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েই গড়ে তুলতে হবে দেশ। এমনই লক্ষ্যকে সামনে রেখে বাঁকুড়ায় আয়োজিত হল বিতর্ক সভা ‘স্বনির্ভরতা ছাড়া জাতির ভবিষ্যৎ অন্ধকার’!
রাজনৈতিক আকচাআকচি নয়। দেশ ও সমাজ গঠনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের অভিমুখ নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিপূর্ণ মতামতের ঝড় বয়ে গেল বাঁকুড়ায়। বহু প্রতীক্ষিত এই বিতর্ক সভার পক্ষের বক্তা হিসেবে ছিলেন সফল ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল, সিদ্ধার্থ সেন ও বিষ্ণু বাজোরিয়া। এই মতের বিপক্ষের বক্তা হিসেবে ছিলেন বিশেষ গুণীজনরা। আর্থিক স্বনির্ভরতা ছাড়া এগোতে পারবে না জাতি, এই বিষয় নিয়ে আলোচনা বেশ আলোড়ন তৈরি করে শহরে। একের পর এক ক্ষুরধার যুক্তি সহকারে চলে তর্ক বিতর্ক। সংকল্প নামে একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই বিতর্ক সভা।
advertisement
advertisement
পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্য অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে পশ্চিমের পুঁজিবাদী দেশগুলির মনোভাবের পার্থক্য আছে। বাঁকুড়ার অন্যতম সফল বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান পরশমনি অ্যাগ্রোপ্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার সিদ্ধার্থ সেনের মতে, স্বনির্ভর হতে গেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই একাকী জীবন যাপন করার মনোভাব তৈরি করতে হবে। বাবা-মার সান্নিধ্যে না থেকে নিজের জীবন নিজের হাতেই গড়তে হবে। এরকম চিন্তাধারায় অনেকটাই বিশ্বাসী পাশ্চাত্যের দেশ আমেরিকা।
advertisement
শিল্পচর্চা, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু থাকা সত্বেও বাঁকুড়াকে প্রান্তিক জেলা বলে ধরা হয়। এখানে মাঝারি বা বৃহৎ শিল্প নেই বললেই চলে। যদিও উদ্যোগ-পতিদের মতে জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন বৃহৎ শিল্প। কৃষিকাজ, প্রযুক্তি ও বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে ঠিক কীভাবে এগিয়ে যেতে পারে জেলা বাঁকুড়া সেই দিশা দেখাতেই এই বিতর্ক সভার আয়োজন করা হয়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: চাকরি নয়, নিজেই হন উদ্যোক্তা কাজ দিন আরও পাঁচজনকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement