Ram Mandir: মাত্র ১২০০ টাকায় থাকা-খাওয়া-দর্শন! রাম মন্দির নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Ram Mandir: বাঁকুড়ার ২০০০ গ্রামে চলছে ছোট বড় অনুষ্ঠান। এছাড়াও ১২০ টি অঞ্চলে রামের বড় অবয়ব রেখে করা হয় যজ্ঞ এবং পুজো।
বাঁকুড়া: সকাল থেকেই উৎসবের আবহাওয়া বাঁকুড়া শহরে। চলছে রেলি, মিছিল এবং আনন্দ উৎযাপন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উচ্ছাস আর উন্মাদনা আছড়ে পড়ল বাঁকুড়া শহরেও। শোনা যাচ্ছে “জয় সিতা রাম” ধ্বনি। সকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা শুরু করেছেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন আট থেকে আশি বহু মহিলা।
ঢাক ও অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে হাজির হয় লালবাজারে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে এদিন। এই পদযাত্রায় কৃত্তিবাসী রামায়ণ হাতে অংশগ্রহণ করলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
advertisement
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
বাঁকুড়ার মানুষ কি চাইছে জানতে চাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাঁকুড়ার মানুষ অত্যন্ত খুশি এবং অনেকেই এখনও আসছে এবং জানতে চাইছে কীভাবে কম খরচে অযোধ্যা যাওয়া যেতে পারে। সেই কারণে ফেব্রুয়ারি মাস ধরে মোট ১০ টি ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে। মাত্র ১২০০ টাকায় থাকবে থাকা, খাওয়া, দর্শন। তাছাড়াও এখনও রাম মন্দিরের জন্য অনুদানেরও অনুরোধ আসছে।
advertisement
সব মিলিয়ে উৎসব মুখর বাঁকুড়া। এছাড়াও জানা গেছে যে বাঁকুড়ার ২০০০ গ্রামে চলছে ছোট বড় অনুষ্ঠান। এছাড়াও ১২০ টি অঞ্চলে রামের বড় অবয়ব রেখে করা হবে যজ্ঞ এবং পুজো।৭৮০ কিলোমিটার দূরে অযোধ্যার প্রভাব সুস্পষ্ট বাঁকুড়া জেলাতে। এই উচ্ছ্বাস চলবে আরও বেশ কয়েকদিন বলেই জানা যাচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 4:05 PM IST