How To Reduce Electric Bill: বাঁকুড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজের বিদ্যুৎ বিল ছত্রিশ লাখ থেকে কমে এখন তেরো,জানুন কীভাবে সম্ভব
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
How To Reduce Electric Bill: বিল দিতে গিয়ে পকেট গড়ের মাঠ? প্রায় তিন গুণ নেমে আসতে পারে আপনার বৈদ্যুতিক বিল। জেনে নিন
#বাঁকুড়া: জেলায় গোটা রাজ্যের কাছে ইতিমধ্যেই এক জনপ্রিয় নাম বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। তাদের অটোমেটিক মোটরচালিত ঢেঁকি তাক লাগিয়েছে এপার বাংলা সহ বাংলাদেশেও। এখন বিদ্যুৎ তৈরিতেও জীবাশ্ম জ্বালানি কে সংরক্ষণ করার জন্য ডাবল প্যানেল সোলার ব্যাবহার করছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। তাতে কলেজের মাসিক বৈদ্যুতিক বিলেও এসেছে আকাশছোঁয়া সাশ্রয়। বাঁকুড়া জেলার সূর্যের প্রখর রুদ্রমূর্তিকেই নিজেদের হাতিয়ার বানিয়েই মাসের বৈদ্যুতিক বিল ৩৬ লক্ষ থেকে কমিয়ে ১২ লক্ষে নিয়ে এসে নজির বাঁকুড়া উন্নয়নীর।
অন্যান্য সোলারের থেকে সম্পূর্ণ আলাদা বাঁকুড়া উন্নয়নীর সোলার। সাধারণ সোলার প্যানেলের মত ব্যাটারির প্রয়োজন হয়না এখানে। সামান্য বিদ্যুৎ খরচ করেলেই সক্রিয় থাকে সোলার পানেলগুলি।
advertisement
আরও পড়ুন: তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনায় বসার আর্জি শরিফের
ফলেই সোলার ব্যাটারির বিপুল খরচের হাত থেকে রক্ষা পেয়েছে বাঁকুড়া উন্নয়নী। অর্ধেক দিনেই ১০৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ফেলছে এই সোলার প্যানেল।জেনে নিন কি বলছেন বাঁকুড়া উন্নয়নীর সিনিয়র ইলেকট্রিশিয়ান এবং সোলার পরিচালক সুকান্ত ঘোষ।
advertisement
শুধুমাত্র আর্থিক সাশ্রয়ই শুধু নয়। ভবিষ্যৎ এটাই , জানালেন বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইন্জিনিয়ারিং এর ডিরেক্টর শশাঙ্ক দত্ত। উষ্ণায়নের বিষবাষ্পের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতেই এই মহৎ উদ্দেশ্য।
চাঁচাছোলা পরিসংখ্যান বলছে , জীবাশ্ম জ্বালানি আর মাত্র ৫০ থেকে ৭০ হাজার বছর। ভাঁড়ার খালি হওয়ার আগেই বিজ্ঞানীরা অন্যান্য শক্তির উৎস খুঁজতে ব্যাস্ত। আর সেখানেই সকল শক্তির উৎস সূর্যকে ব্যাবহার করে বাঁকুড়া জেলায় দৃষ্টান্ত তৈরি করল বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনয়ারিং।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 4:58 PM IST