Bankura News: একটা রথ খুবই বড়, আরেকটা কিন্তু খুবই ছোট রথ! এই রথযাত্রার ইতিহাস কিন্তু অবাক করবে
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
যে রথটি উচ্চতায় বড় সেটির নাম ছোট রথ এবং যেটা উচ্চতায় কম সেটির নাম বড় রথ। কি অদ্ভুত নামকরণ ভাবুন দেখি!
বাঁকুড়া: বাঁকুড়া শহরে দুটি উল্লেখযোগ্য পিতলের সুবিশাল রথ রয়েছে। কিন্তু মজার বিষয় হল যে রথটি উচ্চতায় বড় সেটির নাম ছোট রথ এবং যেটা উচ্চতায় কম সেটির নাম বড় রথ। কি অদ্ভুত নামকরণ ভাবুন দেখি! আসলে বাঁকুড়ার ব্যাপারিহাটের বড় রথ উচ্চতায় শ্রী শ্রী শ্যামসুন্দর রথ কমিটির রথের চেয়ে ছোট হলেও নাম বড় রথ কারণ বয়সে প্রায় দ্বিগুণ এই ব্যাপারী হাটের বড় রথ।
প্রায় ১১৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই রথ টানা হয় মোটরে এবং লাগান আছে চারচাকার স্টিয়ারিং। অন্যদিকে, শ্রী শ্রী শ্যামসুন্দর রথ কমিটির ছোট রথ উচ্চতায় অনেকটা সুবিশাল। পুরোটা পিতলের তৈরি ঝকঝকে এই রথ দেখতে দারুণ। রথ কমিটি জানায় যে এই রথ প্রায় ৬৩ বছর পুরনো হলেও আসলে যে রথ শ্রী শ্রী শ্যামসুন্দর রথ কমিটির ছিল সেই রথ এখন বর্তমানে বাঁকুড়ার মেজিয়াতে চলছে ফলেই ঠিক কতটা পুরনো শ্রী শ্রী শ্যামসুন্দর রথ কমিটির রথ তা হিসাব করা যাবে না।
advertisement
advertisement
বাঁকুড়া শহরের দেখা যাচ্ছে রথ যাত্রার উন্মাদনা। তার মধ্যেই বিকেল বেলা রথ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে দুটি সুবিশাল পিতলের রথ। আকারে বড় ছোট রথ এবং আকারে ছোট কিন্তু বয়সে বড় রথ। বিকেল হতে না হতেই পোদ্দার পাড়া এবং নতুন গঞ্জ এলাকায় মানুষের ভিড় ছাপিয়ে উঠবে। রথ টানা দেখতে জমা হবেন প্রায় হাজার হাজার মানুষ। তার মধ্যেই বাঁকুড়া শহরের দুটি প্রধান উল্লেখযোগ্য রথের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মূলক নামকরণ এবং তার ইতিহাস যথেষ্ট উল্লেখযোগ্য।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2023 6:05 PM IST









