Bankura News|| বদলে গিয়েছে পাত্রসায়রের দাসপাড়া, সময়ে সময়ে ঘোর লাগে, এখন 'মডেল' সেই এলাকাই

Last Updated:

Bankura Patrasayer Daspara is now a model village for everyone: বাঁকুড়া জেলার পাত্রসায়ের দাসপাড়া এখন দৃশ্য দূষণ মুক্ত। বিভিন্ন বাড়ির দেওয়ালে বিজ্ঞাপনের পরিবর্তে এখন ছবির মেলা।

+
পাত্রসায়ের

পাত্রসায়ের দাস পাড়া যেন হয়ে উঠেছে এক মডেল পাড়া

#বাঁকুড়া: পেশায় বৈদ্যুতিক যন্ত্রপাতির মিস্ত্রী। নেশায় চিত্রশিল্পী, ভাস্কর। বাঁকুড়ার পাত্রসায়রের দাস পাড়ার বাসিন্দা অনন্ত দে। এই স্বভাব শিল্পীর সৌজন্যে এখন পুরো পাড়ার ভোল বদলে গিয়েছে। মাত্র কয়েক মাস আগেও পাড়ার বাড়ির দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আর নামী দামি সংস্থার বিজ্ঞাপনে ভর্তি থাকত, এখন সেখানে ছবির মেলা।
শিল্পী অনন্ত দে ছাত্র-ছাত্রীদের আঁকাও সেখান। মোবাইলের অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে মোবাইল কেড়ে ছাত্র-ছাত্রীদের হাতে তিনি তুলে দিয়েছেন রং-তুলি। বাড়ির আশেপাশে তাঁর ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে দেব-দেবীর ছবি, নন্দলাল বসুর আঁকা সহজ পাঠের ছবি, যামিনী রায়ের আঁকা ছবির অনুকরণে ছবিতে দেওয়াল সাজিয়ে তুলছেন। ফলে দৃশ্যদূষণের হাত থেকে মুক্তি মিলেছে পাত্রসায়ের দাস পাড়ার মানুষের। তবে এ সব করেন তিনি বিনামূল্যে। পাড়ার ছেলের কাজে খুশি স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ শুঁড়ে পেঁচিয়ে সপাটে আছাড় দাঁতালের! ঝাড়গ্রামে ৮ দিনে হাতির হানায় মৃত ৫
স্থানীয় বাসিন্দা তারাপদ মিশ্র বলেন, এখন পাড়ার চেহারাটাই বদলে গিয়েছে। ছবিগুলো দেখতে দেখতে অনেক সময় ছোটোবেলায় ফিরে যাওয়া যায়। শিল্পী নিজেও খুশি নিজের পাড়াতে এমন কাজ করতে পেরে। তিনি বলেন, "এখন ছোটোরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই পড়াশুনার বাইরে আনন্দদায়ক ও সৃজনশীল কাজে তাদের যুক্ত করার উদ্যোগ নিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা সফল হয়েছি। দাস পাড়া দিয়ে যে কাজ শুরু হয়েছে, পুরো গ্রামেই সেই কাজের অংশীদার করার ইচ্ছা আমার।"
advertisement
advertisement
জয়জীবন গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News|| বদলে গিয়েছে পাত্রসায়রের দাসপাড়া, সময়ে সময়ে ঘোর লাগে, এখন 'মডেল' সেই এলাকাই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement