Bankura News:নাক দিয়ে সুর তুলে গান আর মুখ দিয়ে তবলা বাদন...বাঁকুড়ার দুই প্রতিভায় মজে সঙ্গীতপ্রেমীরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জিয়া আলম নাক দিয়েই করতে পারেন সুরের মূর্ছনা এবং অরিজিৎ ঘোষ মুখ দিয়ে তবলার স্বর বের করতে পারেন
বাঁকুড়া: নানা অবাক করা দৃশ্য দেখা যায় পল্লী বাংলায়। গ্রামগঞ্জের আনাচে কানাচে বহু বিরল প্রতিভা চোখে পড়ে। যেমন বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের জিয়া আলম এবং অরিজিৎ ঘোষ। বয়স ৫২ এবং ৫৬ বছর। জিয়া আলম নাক দিয়েই করতে পারেন সুরের মূর্ছনা এবং অরিজিৎ ঘোষ মুখ দিয়ে তবলার স্বর বের করতে পারেন। দুই প্রতিভার মেলবন্ধন নিমেষেই মোহিত করে। নাকের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী গান আর মুখের শব্দে তবলার মাদকতায় মেতেছেন বাঁকুড়ার এই দুই প্রতিভা।
সুর , লয় এবং তালে মাতোয়ারা এই বিরল প্রতিভা নাকে সুর তুলে একটার পর একটা গান পরিবেশন করে যাচ্ছেন আর মুখে তবলার মাদকতা বিস্তার করে যাচ্ছেন অরিজিৎ ঘোষ, অন্যদিকে মন্ত্রমুগ্ধ শ্রোতা! এমন বিরল জলসার দেখা তো আর নিতদিন মেলে না!
নীলাঞ্জন ব্যানার্জী
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 10:04 PM IST









