Bankura News: ফুটপাত পুনরুদ্ধারের হকারদের আল্টিমেটাম
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বাঁকুড়া শহরের আরেক প্রান্তে কলেজ মোড় থেকে ভৈরব স্থান পর্যন্ত তৈরি হতে চলেছে এক অভিনব ফুটপাত।
বাঁকুড়া: শহরের অধিকাংশ ফুটপাত দখল করে রয়েছে হকাররা। হাঁটাচলার রাস্তা বলতে নেই। এর জেরে ব্যাপক যানজট লেগেই থাকছে বাঁকুড়া শহরে। এই পরিস্থিতি দূর করতে শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে হকারদের উচ্ছেদ করতে উদ্যোগী হল বাঁকুড়া পুরসভা। আল্টিমেটাম দেওয়া হয়েছে হকারদের। সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান অলকা সেন মজুমদার।
বাঁকুড়া শহরের আরেক প্রান্তে কলেজ মোড় থেকে ভৈরব স্থান পর্যন্ত তৈরি হতে চলেছে এক অভিনব ফুটপাত। এই রাস্তাটিতে অবস্থান করছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজ, মিশন গার্লস প্রাথমিক বিদ্যালয়, এসপি অফিস ছাড়াও হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোরবেলায় এই রাস্তায় বহু মানুষ মর্নিংওয়াকে বের হন। এই অবস্থায় আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া পুরসভার তত্ত্বাবধানে নতুন রূপ পেতে চলেছে শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। কলেজ মোড় থেকে ভৈরব স্থান পর্যন্ত এই পুরো রাস্তাটির সৌন্দর্যায়ন করাই মূল লক্ষ্য।
advertisement
advertisement
ফুটপাত ধরে মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে সেই লক্ষ্য নিয়েই এই কাজ হচ্ছে। পেভ ব্লক বসানো হচ্ছে এখানে। বাঁকুড়া শহরের খোলামেলা ফুটপাতের অভাব দূর করতেই এমন সিদ্ধান্ত পুরসভার। বর্তমানে রাস্তাটির সার্বিক রূপ পরিবর্তন এবং সৌন্দর্যায়নের অপেক্ষায় বাঁকুড়াবাসী।
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 3:35 PM IST
