Bankura News: পুরনো সোনার গয়নাকে চকচকে করে দেওয়ার নামে হাতসাফাই, অবশেষে পুলিশের খপ্পরে ২ ছিনতাইবাজ

Last Updated:

বাড়ির মহিলারা চকচকে করার জন্য তাদের হাতে গয়না দিলে সেটি একটি দ্রব্যের মধ্যে ঢুকিয়ে দিত। তারপর একইরকম দেখতে আরেকটি প্যাকেট বের করে জলে ডুবিয়ে রেখে দিতে বলত আধঘণ্টা। এরপর আসল প্যাকেটটি নিয়ে চম্পট দিত

বাঁকুড়া: নিয়মিত পরে থাকায় আপনার পছন্দের সোনার গয়নাটি আর চকচকে নেই। আপনি নিশ্চয় সেটাকে আগেকার মত চকচকে রূপে ফিরে পেতে চান। ঠিক এমন সময় আপনার দরজায় কেউ যেন কড়া নাড়ল। খুলে দেখলেন দু'জন অচেনা ব্যক্তি এসে হাজির। তারা বলল, যে কোনও পুরনো সোনার গয়নাকে নিমেষের মধ্যে ঝাঁ চকচকে করে অতীতের রূপ ফিরিয়ে দিতে পারে। শুনে আপনি যেন হাতে সোনার চাঁদ পেলেন! বিশেষ না ভেবে তাদের হাতে তুলে দিলেন আপনার মূল্যবান সোনার গয়নাটি। তারপরই ঘটল বিপদ। পুরনো রূপ ফিরে পাওয়া তো দূরের কথা, আপনার সোনার গয়না নিয়েই চম্পট দিল সেই অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি!
বেশ কিছুদিন ধরে এমনই কয়েকটি ঘটনা ঘটে বাঁকুড়ার বিভিন্ন এলাকায়। তাদের ফাঁদে পা দিয়ে সোনার গয়না খুইয়ে বসেন জেলার বেশ কিছু মহিলা। এই ছিনতাইবাজদের ধরার জন্য এরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। তালড্যাংরায় নাকা চেকিংয়েরর সময় অভিযুক্ত ওই দুই ছিনতাইবাজ গ্রেফতার হয় পুলিশের হাতে। জেরায় একপর্যায়ে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। ধৃতদের নাম রোহিত কুমার সাউ এবং মিথিলেশ কুমার সাউ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে রোহিতের বাড়ি পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। আর মিথিলেশ বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। এরা মূলত গ্রামের সরল বৃদ্ধা এবং একাকী গৃহবধূদের লক্ষ্য বানাত। তারপর সুযোগ বুঝে সোনার গয়না নিয়ে চম্পট দিত।
advertisement
কীভাবে তারা এই ছিনতায়ের কারবার ফেঁদেছিল তাও পুলিশকে বলেছে রোহিত ও মিথিলেশ। কোম্পানির প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে প্রথমে কাঁসার বাসন পরিষ্কার করত। সেগুলো চকচকে হয়ে ওঠায় মহিলাদের বিশ্বাস তৈরি হত তাদের উপর। এরপর সোনার গয়না চকচকে করে দেবে বলত। বাড়ির মহিলারা চকচকে করার জন্য তাদের হাতে গয়না দিলে সেটি একটি দ্রব্যের মধ্যে ঢুকিয়ে দিত। তারপর একইরকম দেখতে আরেকটি প্যাকেট বের করে জলে ডুবিয়ে রেখে দিতে বলত আধঘণ্টা। এরপর আসল প্যাকেটটি নিয়ে চম্পট দিত এই দুই দুষ্কৃতী। অবশেষে পুলিশ তাদের গ্রেফতার করার হাত হাঁফ বেঁচেছে জেলার মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: পুরনো সোনার গয়নাকে চকচকে করে দেওয়ার নামে হাতসাফাই, অবশেষে পুলিশের খপ্পরে ২ ছিনতাইবাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement