Bankura: বেহাল অবস্থায় পড়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

Last Updated:

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম। আর সেখানেই রয়েছে এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যা দেখে একেবারে বোঝার উপায় নেই এটি স্বাস্থ্য কেন্দ্র না ভূতড়ে বাড়ি।

+
title=

বাঁকুড়া: বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম। আর সেখানেই রয়েছে এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যা দেখে একেবারে বোঝার উপায় নেই এটি স্বাস্থ্য কেন্দ্র না ভূতড়ে বাড়ি। দীর্ঘ পঁচিশ বছর ধরে এভাবেই বেহাল অবস্থায় পড়ে আছে এই স্বাস্থ্যকেন্দ্র। একেবারে জীর্ণ এবং ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রের বেড গুলি এবং স্বাস্থ্য কেন্দ্রের দরজা জানালা থেকে শুরু করে বিভিন্ন কক্ষগুলি। নোংরা আবর্জনা এবং আগাছায় পরিপূর্ণ হয়ে উঠেছে গোটা চত্বর। তবে আজ থেকে 25 বছর আগে এই স্বাস্থ্য কেন্দ্রে মিলত রোগীদের জন্য সবরকম পরিষেবা। নিয়মিত লেগে থাকত ডাক্তারবাবুদের আনাগোনা। তবে আজ 25 টা বছর পেরিয়েছে সমস্ত রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ওই এলাকার বাসিন্দারা। নেই নিয়মিত ডাক্তারের আনাগোনা, নেই পর্যাপ্ত ঔষধ। ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। শুধু গদারদিহি গ্রাম নয় আশেপাশে যে সমস্ত আরও গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিরও একমাত্র ভরসা ছিল এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ।
এখন একটু সামান্য কিছু চিকিৎসা পরিষেবা পেতে গেলে গদারডিহি সহ পাশ্ববর্তী গ্রামের মানুষদের দীর্ঘ পথ অতিক্রম করে ছুটে যেতে হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। সপ্তাহে তিনদিন এক ডাক্তারবাবু এবং একজন নার্সের আগমন হলেও মেলেনা সেইভাবে কোনো পরিষেবা।
আরও পড়ুনঃ অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ টি মোবাইল উদ্ধার করল পুলিশ
এই স্বাস্থ্যকেন্দ্রটিকে রক্ষনা বেক্ষনের জন্য একজন গ্রামবাসীকে রোজ একশো টাকার বিনিময়ে রাখা হলেও তার একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা এত বড় স্বাস্থ্য কেন্দ্রের রক্ষণাবেক্ষণ। গ্রামের মানুষের প্রশাসনের কাছে আর্জি অবিলম্বে ফিরে আসুক তাদের 25 বছরের হারিয়ে যাওয়া এই স্বাস্থ্য কেন্দ্রটি। তাহলে গ্রামের মানুষগুলো ফিরে পেতে পারবে আবার আগের মতো সমস্ত কিছু পরিষেবা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অস্তিত্বের সংকটে বিষ্ণুপুরের লন্ঠন শিল্প
তবে বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জী বলেন এই দীর্ঘদিনের সমস্যাটি প্রশাসনকে জানানো হয়েছে। খুব শীঘ্রই নতুন বিল্ডিং করার কাজ শুরু হবে এবং ওই এলাকার সাধারণ মানুষ ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: বেহাল অবস্থায় পড়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement