Embarrassment | Zodiac Signs: বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!

Last Updated:

বিব্রত হয়ে পড়লে কে কেমন প্রতিক্রিয়া দেবেন তা জেনে রাখা ভালো। (Embarrassment | Zodiac Signs)

বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!
বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!
#কলকাতা: বিব্রতকর বা বিরক্তিকর অবস্থার সম্মুখীন হওয়া আমাদের রোজকার রুটিনের অংশ (Embarrassment | Zodiac Signs)। কিন্তু কাজের জায়গায় এমন পরিস্থিতি সামলে ওঠাটাই বুদ্ধিমানের কাজ। তবে বিব্রত হয়ে পড়লে কে কেমন প্রতিক্রিয়া দেবেন তা জেনে রাখা ভালো (Embarrassment | Zodiac Signs)। চলুন দেখে নেওয়া যাক রাশিচক্র আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারে কি না? (Embarrassment | Zodiac Signs)
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। বিব্রত ভাব কাটাতে মেষ জাতক-জাতিকারা সারা দিনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেন যাতে সহজেই মনোযোগ স্থানান্তরিত করা যায়।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষরাশির জাতক-জাতিকারা এমন পরিস্থিতি কাটাতে সত্যি বিব্রত হয়ে পড়েন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এঁরা সাধারণত বিব্রত অবস্থায় পড়লে লজ্জা পেয়ে যান। চেষ্টা করেন বিষয়টিকে হেসে উড়িয়ে দিতে।
কর্কট (Cancer): জুন২১ থেকে জুলাই ২২। কর্কট জাতক-জাতিকারা ইমোশনাল স্বভাবের হন। তাই বিব্রতকর অবস্থার সম্মুখীন হলে এঁরা ভেতরে ভেতরে প্রায় কেঁদেই ফেলেন। তবে বাইরে থেকে দেখে সেটা বোঝার উপায় নেই।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। সিংহ জাতক-জাতিকারা বেশ আত্মবিশ্বাসী। কোনও রকম অস্বস্থিকর অবস্থায় পড়লে এঁরা আত্মবিশ্বাস ও মাধুর্যের সঙ্গে তা সহজ করে নেন।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজে এই রকম অবস্থায় পড়লে কন্যারা হয় পাশ কাটাতে চান বা অন্যের কথা প্রসঙ্গে বিষয়টির মোড় ঘুরিয়ে দেন।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বিব্রতকর অবস্থায় এঁদের আত্মপ্রকাশ অন্যদের বিচলিত করে দেয়। অনেকে বুঝতেই পারেন না ঠিক কী ঘটছে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এঁরা স্বভাবতই প্রতিহিংসাপরায়ণ। কেউ এঁদের বিব্রত অবস্থায় ফেললে বৃশ্চিক জাতক-জাতিকারা তাদের শত্রুর তালিকায় ফেলে দেবেন ও মনে রাখবেন।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। হাত-পা ঝাড়া স্বভাবের ধনুরা এই সব বিষয় গায়েই মাখেন না।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এঁরা বাইরে থেকে ‘ডোন্ট কেয়ার’ হাবভাব দেখালেও ভেতরে ভেতরে কিন্তু বিষয়টিকে ব্যক্তিগত ভাবে নিয়ে নেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। এঁদের কাঁদো-কাঁদ মুখের অভিব্যক্তি বলে দেবে বিব্রত অবস্থায় তাঁরা কেমন অনুভব করেন।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীনরা হয় তো বাইরে থেকে কিছু বুঝতে দেন না কিন্তু সারা জীবন এই ধরনের ঘটনার কথা মনে রাখেন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Embarrassment | Zodiac Signs: বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement