Star shining next to moon: এমন দৃশ্য কমই দেখা যায়! চাঁদের পাশে অদ্ভূত নক্ষত্র, বিরল যোগ? কী বলছেন জ্যোতিষরা

Last Updated:

Star shining next to moon: এটি আসলে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত একটি ঘটনা। তাই জ্যোতিষশাস্ত্রে এর তেমন কোনও গুরুত্ব নেই এবং গ্রহ-পরিবর্তনের কোনও প্রভাবও এতে পড়বে না।

চাঁদ
চাঁদ
পৃথিবীতে এমন অনেক দৃশ্যই দেখতে পাওয়া যায় যা স্বভাবতই অদ্ভুত। গত রবিবার তেমনই এক দৃশ্য দেখতে পেল পৃথিবীবাসী। রবিবার রাতে চাঁদের ঠিক কাছেই একটি অদ্ভুত বস্তু পৃথিবীর মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চাঁদের ডান পাশে থাকা একটি উজ্জ্বল নক্ষত্রের সাক্ষাৎ পাওয়া গিয়েছে গত রবিবার। যদিও এটি আসলে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত একটি ঘটনা। তাই জ্যোতিষশাস্ত্রে এর তেমন কোনও গুরুত্ব নেই এবং গ্রহ-পরিবর্তনের কোনও প্রভাবও এতে পড়বে না।
তবে এই ঘটনা সম্পর্কে অনেকেই জ্যোতিষীদের শরণাপন্ন হয়েছেন। জ্যোতিষবিদ ড. ধীরজ কুমার ঝা জানিয়েছেন, এটা নিছকই কাকতালীয় ঘটনা। হিন্দু ধর্মগ্রন্থে এমন কোনও ঘটনার বর্ণনা নেই।
advertisement
আসলে চাঁদের বাম দিকে এই নক্ষত্রের উপস্থিতি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনা এর আগেও অনেকবার দেখা গিয়েছে। তবে একই সঙ্গে চাঁদের ডান দিকে এবং বামে জ্বলজ্বলে নক্ষত্রের উপস্থিতি দেখে অনেকেই হতবাক হয়েছেন।
advertisement
রবিবার চাঁদের দিকে চোখ পড়তেই অনেকে এই দৃশ্য দেখে হতবাক হয়েছেন।এই নিয়ে অনেকের মধ্যে জোর কল্পনাও শুরু হয়েছিল। বিশেষ করে চৈত্রের নবরাত্রির দিন এই ঘটনা ঘটায় অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন এর পেছনে কোনও দৈব যোগ রয়েছে। আরও আশ্চর্যের বিষয়, ওই দিনেই পূজিত মা দূর্গার কপোলে ঠিক যেমন চন্দ্রমার চিহ্ন রয়েছে ঠিক রকম ভাবেই চাঁদের পাশে নক্ষত্রের উপস্থিতি সত্যিই অবাক করার মতো বিষয়।
advertisement
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই খুব দ্রুত ভাইরাল হয়েছে। তবে পরে জানা যায় যে, চাঁদ ও সূর্য একে অপরের কাছাকাছি চলে এসেছে বলেই সূর্যের আলোয় চাঁদের কাছাকাছি এমন দৃশ্য ঘটতে দেখা গিয়েছে। তবে এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা সম্পর্কে খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। ধর্মবিশ্বাসীরা এই ঘটনার দৈব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও জ্যোতিষীরা সাফ জানিয়ে দিয়েছেন এর পেছনে কোনও দৈব ব্যাখ্যা নেই।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Star shining next to moon: এমন দৃশ্য কমই দেখা যায়! চাঁদের পাশে অদ্ভূত নক্ষত্র, বিরল যোগ? কী বলছেন জ্যোতিষরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement