Shukra Gochar 2022: বৃশ্চিকে বুধ-শুক্র গোচরে লক্ষ্মী-নারায়ণ যোগ! অঢেল টাকা আসা কেউ আটকাতে পারবে না এই কয়েকটি রাশির কপালে

Last Updated:

বুধ-শুক্রের এই একত্র গমনে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে চলেছেন।

বৃশ্চিকে বুধ-শুক্র গোচরে লক্ষ্মী-নারায়ণ যোগ! অঢেল টাকা আসা কেউ আটকাতে পারবে না এই কয়েকটি রাশির কপালে
বৃশ্চিকে বুধ-শুক্র গোচরে লক্ষ্মী-নারায়ণ যোগ! অঢেল টাকা আসা কেউ আটকাতে পারবে না এই কয়েকটি রাশির কপালে
কলকাতা: চলতি বছরের নভেম্বর মাসে আবারও গ্রহগোচরের এক মহাযোগ সম্পন্ন হয়েছে। এর ফলে রাশিচক্রের বিভিন্ন রাশির ওপর এর সরাসরি প্রভাব পড়বে। এই নভেম্বর মাসে, শুক্র এবং বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে করেছেন। বুধ-শুক্রের এই একত্র গমনে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে চলেছেন।
জ্যোতিষ অনুসারে, শুক্র তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন ১১ নভেম্বর, ২০২২ তারিখে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রকে ভোগ, প্রেম, সুখ এবং সমৃদ্ধির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
আবার, ১৩ নভেম্বর, ২০২২ তারিখে রাত ৯টা বেজে ১৯ মিনিটে বৃশ্চিক রাশিতে বুধের আগমন ঘটেছে। বুধ এই রাশিতে আগামী ৩ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত বিরাজ করবেন।
advertisement
advertisement
বৃশ্চিক রাশিতে শুক্র ও বুধের একসঙ্গে উপস্থিতির ফলে রাশিতে লক্ষ্মী-নারায়ণ যোগের সৃষ্টি হয়েছে। এতে কয়েক রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন।
কর্কট রাশি:
এই সময়ে জাতক-জাতিকারা তাঁদের বুদ্ধি, বিচক্ষণতা এবং জ্ঞানের সাহায্যে প্রচুর অর্থ লাভ করবেন। জাতক-জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরিতে সাফল্য পাবেন। আর্থিক ও প্রেম জীবন উভয়ই ভাল কাটবে।
advertisement
মকর রাশি:
এই সময় জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও বড় ইচ্ছা হঠাৎ পূরণ হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। আয় বাড়বে।
মীন রাশি:
এই সময়ে প্রত্যাশার চেয়ে বেশি লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মঙ্গলসূচক কাজের সূচনা হতে পারে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সন্তানদের কাছ থেকে ভাল খবর পেতে চলেছেন জাতক-জাতিকারা।
advertisement
বৃশ্চিক রাশি:
এই রাশিতে লক্ষ্মী-নারায়ণ যোগ ও বুধাদিত্য যোগ তৈরি হবে। এতে জাতক-জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ও মঙ্গলজনক ফল পাবেন। ব্যবসায়ও অগ্রগতি হবে।
বৃষ রাশি:
advertisement
জাতক-জাতিকারা ক্ষেত্রবিশেষে ভাল ফল পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চান, তাঁরা করতে পারেন, এতে লাভই হবে। পারিবারিক জীবন সুখে কাটতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2022: বৃশ্চিকে বুধ-শুক্র গোচরে লক্ষ্মী-নারায়ণ যোগ! অঢেল টাকা আসা কেউ আটকাতে পারবে না এই কয়েকটি রাশির কপালে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement