Shaktipeeth: দেবীর বরদানে সত্যি হয় সব প্রার্থনা, চৈত্র নবরাত্রিতে পুণ্যার্থীদের ঢল এই শক্তিপীঠে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shaktipeeth: এই মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে বছরভর। নবরাত্রিতে অসংখ্য ভক্ত সমাগম হয় এই তীর্থক্ষেত্রে
ধীরেন্দ্র শুক্লা, চিত্রকূট : দেশ জুড়ে পালিত হচ্ছে চৈত্র নবরাত্রি পার্বণ। এ সময় ৯ দিন রূপে পূজিতা হবেন মা দুর্গা। এই উপলক্ষে শক্তিপীঠগুলিতে উপচে পড়েছে ভক্তদের ভিড়। এরকমই এই পুণ্যস্থল হল উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার রামগিরি এলাকার শিবানী শক্তিপীঠ। এই মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে বছরভর। নবরাত্রিতে অসংখ্য ভক্ত সমাগম হয় এই তীর্থক্ষেত্রে। ভক্তদের কাছে দেবী শিবানী ও শারদা নামে পরিচিত। আবার স্থানীয় অনেকেই দেবীকে ডাকেন ফুলমতী নামে। মন্দিরের পুজারী সুরেশ প্রসাদ উপাধ্যায় জানিয়েছেন নবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমাগম হয় এই দেবালয়ে।
মন্দিরের পুজারী জানান ভক্তদের বিশ্বাস এই মন্দিরে এসে দেবীর কাছে কিছু প্রার্থনা করলে তা পূর্ণ হয়। ভক্তদের দেবী বরদান করেন বলেই প্রচলিত আছে বিশ্বাস। চৈত্র নবরাত্রিতে মন্দিরে আগত ভক্ত রবি মালা জানিয়েছেন শিবানী মাতার আশীর্বাদ ও কৃপার কথা বলে শেষ করা যায় না।

advertisement
advertisement
আরও পড়ুন : আজ মৎস্য জয়ন্তী, কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, কী করবেন শুভক্ষণে, জানুন
তিনি জানিয়েছেন আজ পর্যন্ত তাঁর সব প্রার্থনা দেবীর আশীর্বাদে বাস্তবায়িত হয়েছে। নবরাত্রিতে তাঁরা দেবীর আরতির সময় উপস্থিত থাকেন। তাঁদের জীবনে দেবীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় বলেই ভক্তদের দৃঢ় বিশ্বাস।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 5:04 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shaktipeeth: দেবীর বরদানে সত্যি হয় সব প্রার্থনা, চৈত্র নবরাত্রিতে পুণ্যার্থীদের ঢল এই শক্তিপীঠে