Matsya Jayanti 2023 : আজ ম‍ৎস্য জয়ন্তী, কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, কী করবেন শুভক্ষণে, জানুন

Last Updated:
Matsya Jayanti 2023 : চৈত্র নবরাত্রিতে পালিত হয় ম‍ৎস্য জয়ন্তী
1/7
চৈত্র নবরাত্রিতে পালিত হয় ম‍ৎস্য জয়ন্তী৷ সনাতনী এই পার্বণে উদযাপিত হয় ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের আবির্ভাব তিথি৷ দেশের বিভিন্ন বিষ্ণ মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই উৎসব৷ দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ২৪ মার্চ শুক্রবার পালিত হবে মৎস্য জয়ন্তী৷
চৈত্র নবরাত্রিতে পালিত হয় ম‍ৎস্য জয়ন্তী৷ সনাতনী এই পার্বণে উদযাপিত হয় ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের আবির্ভাব তিথি৷ দেশের বিভিন্ন বিষ্ণ মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই উৎসব৷ দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ২৪ মার্চ শুক্রবার পালিত হবে মৎস্য জয়ন্তী৷
advertisement
2/7
এ বছর মৎস্য জয়ন্তী তিথি শুরু হবে দুপুর ১.৪১ মিনিটে৷ থাকবে ৪.০৮ মিনিট পর্যন্ত৷ তৃতীয়া তিথি শুরু হয়েছে ২৩ মার্চ সন্ধ্যা ৬.২০ মিনিটে৷ থাকবে ২৪ মার্চ বিকেল ৪.৫৯ মিনিট পর্যন্ত৷
এ বছর মৎস্য জয়ন্তী তিথি শুরু হবে দুপুর ১.৪১ মিনিটে৷ থাকবে ৪.০৮ মিনিট পর্যন্ত৷ তৃতীয়া তিথি শুরু হয়েছে ২৩ মার্চ সন্ধ্যা ৬.২০ মিনিটে৷ থাকবে ২৪ মার্চ বিকেল ৪.৫৯ মিনিট পর্যন্ত৷
advertisement
3/7
মৎস্য জয়ন্তী তিথিতে ভক্তরা পুণ্যস্নান করেন৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে পুণ্য অর্জন হয়৷
মৎস্য জয়ন্তী তিথিতে ভক্তরা পুণ্যস্নান করেন৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে পুণ্য অর্জন হয়৷
advertisement
4/7
অনেকে এই তিথিতে উপবাসও করেন৷ উপবাস ব্রত ভঙ্গ করেন তিথি সমাপনে৷
অনেকে এই তিথিতে উপবাসও করেন৷ উপবাস ব্রত ভঙ্গ করেন তিথি সমাপনে৷
advertisement
5/7
উপবাস ভঙ্গের পর অর্পণ করা হয় পুজো৷
উপবাস ভঙ্গের পর অর্পণ করা হয় পুজো৷
advertisement
6/7
অনেকে এই তিথি উদযাপনে দান করেন বস্ত্র ও অন্যান্য সামগ্রী৷
অনেকে এই তিথি উদযাপনে দান করেন বস্ত্র ও অন্যান্য সামগ্রী৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement