Shani Sade Sati: কাটবে গ্রহদোষ; শনিদেবের কৃপাদৃষ্টি পেতে কর্কট, বৃশ্চিক, কুম্ভ, মকর, মীন রাশির জাতক-জাতিকারা এই মন্ত্র জপ করুন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এ ক্ষেত্রে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে প্রতিদিন রাজা দশরথকৃত শনি স্তোত্র পাঠ করা অবশ্য কর্তব্য (Shani Sade Sati)।
#কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রায় আড়াই বছর পর পর শনিদেবের রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন সময় বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের উপর ঢাইয়া ও সাড়ে সাতির প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে কোনও কোনও রাশির জীবনে যেমন শুভ ফলও লাভ হয়, আবার কারও কারও জীবনে অশুভ ঘটনাও ঘটে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ঢাইয়া ও সাড়ে সাতির প্রভাবে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ ক্ষেত্রে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে প্রতিদিন রাজা দশরথকৃত শনি স্তোত্র পাঠ করা অবশ্য কর্তব্য (Shani Sade Sati)।
বর্তমানে কুম্ভ, মকর এবং মীন রাশিতে শনির অর্ধ-সাড়ে সাতি চলছে এবং কর্কট, বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে জাতক-জাতিকাদের প্রতিদিন রাজা দশরথ বিরচিত শনি স্তোত্র পাঠ করা উচিত। এই স্তোত্র পাঠ করলে শনিদেব প্রসন্ন হন এবং ক্রোধ থেকে জাতক-জাতিকাদের মুক্তি দেন।
advertisement
advertisement
রাজা দশরথের শনি স্তোত্র:
নমঃ কৃষ্ণায় নিলায় শীতকান্তনিভায় চ।
নমঃ কালাগ্নিরূপায় কৃতন্তায় চ বৈ নমঃ।।
নমো নির্মাংস দেহায় দীর্ঘশ্মশ্রুজাতায় চ।
নমো বিশালনেত্রায় শুষ্কোদর ভয়াকৃতে।।
নমঃ পুষ্কলগাত্রায় স্থূলরোমনেথ বৈ নমঃ।
নমো দীর্ঘায়ুষ্কায় কালদ্রংষ্ট নমোস্তুতে।।
নমস্তে কোটরাক্ষায় দুর্নীরিক্ষ্যায় বৈ নমঃ।
advertisement
নমো ঘোরায় রৌদ্রায় ভীষণায় কপালিনে।।
নমস্তে সর্বভক্ষয় বালিমুখায়নমোস্তুতে।
সূর্যপুত্র নমোস্তু ভাস্করে ভয়দায় চ।।
অধোর্দৃষ্টি: নমোস্তুতে।
নমো মন্দগতে তুভ্যং নিরিস্ত্রণায় নমোস্তুতে।।
তপসা দগ্ধদেহে নিত্যং যোগরতায় চ।
নমো নিত্যম ক্ষুধার্তায় অতৃপ্তায় চ বৈ নমঃ।।
জ্ঞানচক্ষুর্ণমস্তেস্তু কাশ্যপত্মজ সুনভে।
advertisement
তুষ্টো দদাসি বৈ রাজ্যম রুষ্টো হরসি তক্ষণৎ।।
দেবাসুরমনুষ্যশ্চ সিদ্ধবিদ্যাধররোগঃ।
ত্বয়া বিলোকিতাঃ সর্বে নাশ্যন্তি সমূলতঃ।।
প্রসাদ কুরু দেব বরাহোহুমুপাগত।
এবম স্তুতস্তদ সৌরিগ্রহরাজো মহাবলঃ।।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 3:07 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shani Sade Sati: কাটবে গ্রহদোষ; শনিদেবের কৃপাদৃষ্টি পেতে কর্কট, বৃশ্চিক, কুম্ভ, মকর, মীন রাশির জাতক-জাতিকারা এই মন্ত্র জপ করুন