Shani Dev: শনিদেবের কৃপায় আসছে সুসময়! আগামী বছর সাড়ে সাতি থেকে মুক্তি পাবে এই তিন রাশি
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
শনির প্রকোপ থেকে বাঁচতে এবং তাঁর আশীর্বাদ পেতে অনেকেই নানা আচার পালন করেন।
কলকাতা: ভারতীয় সনাতন ধর্ম অনুসারে, শনিদেব তাঁর ভক্তদের কর্ম অনুসারে ফল দেন। এমনটা বিশ্বাস করা হয় যে, যাঁরা ভাল কাজ করেন তাঁরা ভাল ফল পান এবং যাঁরা খারাপ কাজ করেন তাঁরা অশুভ ফল পান। তাই শনিদেবকে কর্মের ফল দাতা ও ন্যায়ের দেবতা বলা হয়। শনির প্রকোপ থেকে বাঁচতে এবং তাঁর আশীর্বাদ পেতে অনেকেই নানা আচার পালন করেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব যখনই নিজের অবস্থান পরিবর্তন করে তখন এটি ১২টি রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করে। আগামী মাসে শনিদেবের অবস্থান পরিবর্তনে বেশ কিছু রাশি ঢাইয়া এবং সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন।
advertisement
জ্যোতিষশাস্ত্র অনুসারে গত ২৩ অক্টোবর, ২০২২ তারিখে শনিদেব মকর রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ১৭ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত তিনি মকর রাশিতেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে, যখন শনির বিপরীতমুখী বা বক্রী গমন হয়, তখন বেশ কিছু রাশি ক্ষতির সম্মুখীন হয়। আগামী ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে রাত ৮টা বেজে ২ মিনিটে শনি মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন।
advertisement
শনির এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা করতে প্রায় আড়াই বছর সময় লাগে। এমন পরিস্থিতিতে শনির সাড়ে সাতির প্রভাব সকল রাশিকেই বহন করতে হয়। ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে শনির অবস্থান পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকারা শনির আশীর্বাদপ্রাপ্ত হবেন। কিছু রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া থেকেও মুক্তি পাবেন।
advertisement
যদি কোনও ব্যক্তি সাড়ে সাতির কবলে পড়েন তবে ক্রমাগত তাঁর নানা কাজে বাধা বিঘ্ন তৈরি হতে পারে। সাড়ে সাত বছরের এই দীর্ঘ সময় জাতক জাতিকাদের নানান সমস্যা ও কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়। তবে ২০২৩ সালে অনেক রাশির জাতক জাতিকারাই সাড়ে সাতির হাত থেকে মুক্তি পাবেন। কুম্ভ রাশিতে শনির গমনে মিথুন এবং তুলা রাশির জাতক জাতিকাদের শনির কবল থেকে স্বস্তি মিলবে। অন্যদিকে ধনু রাশির জাতক জাতিকারাও সাড়ে সাতির হাত থেকে মুক্তি পাবেন। তাই এই তিন রাশির জাতক-জাতিকারা আগামী বছরে সর্বক্ষেত্রে সফল হবেন এবং তাদের সমস্ত কাজে উন্নতি হবে।
advertisement
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2022 8:40 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shani Dev: শনিদেবের কৃপায় আসছে সুসময়! আগামী বছর সাড়ে সাতি থেকে মুক্তি পাবে এই তিন রাশি