September 2024 Grah Gochar positive effects: সেপ্টেম্বরে এই তিনটি বড় গ্রহের রাশি পরিবর্তন রাশিচক্রের মধ্যে ৪টি রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। তাঁদের জীবনে ভাল পরিবর্তন আসবে। এই প্রসঙ্গে আলোচনা করছেন শ্রী কল্লাজী বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি।
চলতি মাসেই তিনটি বড় গ্রহের গোচর; বদলাতে চলেছে এই ৪টি রাশির জাতক-জাতিকার ভাগ্য, উপচে পড়বে সুখ-সমৃদ্ধি
কলকাতা: চলতি বছরের নবম মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পড়ে গিয়েছে। আর চলতি মাসেই ৩টি বড় গ্রহ, তথা – সূর্য, বুধ এবং শুক্রের গোচর হতে চলেছে। বুধ গ্রহ এই মাসে আবার দু’বার নিজের রাশি পরিবর্তন করবেন। আগামী ৪ সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে গমন করবেন এবং এরপর আগামী ২৩ সেপ্টেম্বর কন্যা রাশিতে গমন করবেন বুধ। এদিকে গ্রহের রাজা সূর্য আগামী ১৬ সেপ্টেম্বর কন্যা রাশিতে এবং আগামী ১৮ সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে পাড়ি দেবেন।
সেপ্টেম্বরে এই তিনটি বড় গ্রহের রাশি পরিবর্তন রাশিচক্রের মধ্যে ৪টি রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। তাঁদের জীবনে ভাল পরিবর্তন আসবে। এই প্রসঙ্গে আলোচনা করছেন শ্রী কল্লাজী বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি। এই চার রাশির জীবনে আসছে সুখ-সমৃদ্ধি আর সৌভাগ্য ৷
advertisement
মেষ রাশি: সূর্য, বুধ ও শুক্রের রাশি পরিবর্তন মেষ রাশির জন্য শুভ হবে। চাকরিজীবীদের উন্নতির সম্ভাবনা প্রবল। বস আপনার উপর সন্তুষ্ট থাকবেন এবং এর থেকে সুবিধাও পাবেন। এই সময়ে একটি নতুন কাজের প্রস্তাবও পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরিতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থাতেও একটি ইতিবাচক পরিবর্তন হবে। যার কারণে ঋণ পরিশোধে সফল হবেন। ভাল আর্থিক লাভ পেতে পারেন। যা পরিবারের সুখ-সুবিধাতেই ব্যয় করবেন।
advertisement
advertisement
মিথুন রাশি: তিনটি বড় গ্রহের গোচর মিথুন রাশির জন্যও শুভ প্রমাণিত হতে পারে। জীবন চাপমুক্ত হবে। তবে মানসিক চাপ দূর করার জন্য যোগব্যায়াম, শারীরিক কসরত ইত্যাদিতে মন দিতে হবে। এই মাসে যে কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এটি ভাল সময়। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ মিলবে। ব্যবসায়ীরা কিছু নতুন বিনিয়োগ করতে পারেন। অর্থাভাবও দূর হবে।
advertisement
কন্যা রাশি: তিন গ্রহের গোচর কন্যা রাশির জন্য একটি সুবর্ণ সময় বয়ে আনতে চলেছে। এই মাসে নতুন বাড়ি অথবা যানবাহন কেনার যোগ রয়েছে। হাতে ভাল টাকা আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা এই মাসে ভাল সুযোগ পেতে পারেন। সেই সঙ্গে শিক্ষা ও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত মানুষদেরও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ সময়টা অনুকূল। ফলে সাফল্য আসবে। পূজা-পাঠের প্রতি আগ্রহ বাড়বে। এই সময়ে করা বিনিয়োগ ভবিষ্যতে লাভ এনে দিতে পারে।
advertisement
মকর রাশি: সূর্য, বুধ ও শুক্রের গোচর মকর রাশির জন্য শুভ হতে পারে। অর্থ সংক্রান্ত চলমান সমস্যার অবসান হতে পারে, যার কারণে সঞ্চয় বাড়বে। এমনকী, ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়তে পারে। এই মাসে কাউকে ধার দেওয়া চলবে না। কারণ তা ফেরত পাওয়া কঠিন হবে। পিতামাতার সঙ্গেও সম্পর্কের উন্নতি হবে। তাঁদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। মা-বাবার পরামর্শে করা কাজ ইতিবাচক ফল এনে দেবে। এছাড়া দুশ্চিন্তা দূর হবে এবং মনও ভাল থাকবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)