Rules of Puja at Home: কীভাবে এবং কতবার বাড়িতে আরতি করা উচিত? না জানলে পুজোয় হবে বড় ভুল, উত্তর দিচ্ছেন কাশীর বিখ্যাত জ্যোতিষী
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
দেবতার আরতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললে ভক্তরা দ্রুত দেব-দেবীর আশীর্বাদ পাবেন।
কাশীঃ আজকাল অনেক বাড়িতেই সুন্দর সুন্দর ঠাকুরঘর তৈরি করা একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। বহু আগে এই নিয়ম থাকলেও মাঝখানে তা বন্ধ হয়ে যায়। গৃহস্থরা ঠাকুরঘরে দেব-দেবীর সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করে আরাধনা করেন। এই সব ঠাকুরঘরে প্রতিদিন সকাল-সন্ধ্যা পুজো হয় এবং ধূপ, প্রদীপ ও কর্পূর দিয়ে দেবতার আরতিও করা হয়। দেবতার আরতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললে ভক্তরা দ্রুত দেব-দেবীর আশীর্বাদ পাবেন।
আজ আমরা কাশীর বিখ্যাত জ্যোতিষীর কাছ থেকে এই সম্পর্কে জেনে নেব।
advertisement
আমাদের ধর্মশাস্ত্রে আরতির বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে ভক্তরা আরতির সাহায্যে দেবতার চরণে নিজেদের আরোপিত করেন। পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় লোকাল ১৮-কে জানিয়েছেন যে, দেবতার আরতি সাধারণত ধূপকাঠি, প্রদীপ এবং কর্পূর দিয়ে করা হয়। যখনই আরতির জন্য ধূপকাঠি ব্যবহার করা হয়, তখন অবশ্যই তাদের সংখ্যা সর্বদা বিজোড় হওয়া উচিত। অর্থাৎ ৩,৫,৭ বা ৯টি ধূপকাঠি জ্বালিয়ে দেবতার আরতি করা উচিত। এমনকী আরতির জন্য প্রদীপেও ৩,৫ বা ৭টি শিখা ব্যবহার করতে হবে।
advertisement
আরতির সময় মাথায় রাখা উচিত
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় লোকাল ১৮-কে আরও বলেন যে, আরতি শুরু করার সময় প্রথমে দেবতার পায়ের দিকে ৪ বার তা দেখাতে হবে। এরপর ধূপকাঠি বা প্রদীপ দিয়ে নাভিতে ২ বার, মুখ বা কপালে এবং পা থেকে মুখ পর্যন্ত ৭ বার আরতি করতে হবে। শাস্ত্রে ১৪ বার দেবতার আরতি করার কথা বলা আছে।
advertisement
ওমের আকৃতিতে আরতি করা উচিত
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় লোকাল ১৮-এর প্রশ্নের উত্তরে জানান, যখনই দেবতার আরতি করা হয়, তখন ধূপকাঠি ও প্রদীপ ব্যবহার করে ওমের আকৃতি দিয়ে যে কোনও দেবতার আরতি করতে হবে। এতে দেবতারা সন্তুষ্ট হন এবং তাঁদের আশীর্বাদ সর্বদা ভক্তদের ওপর বর্ষণ করেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 9:48 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rules of Puja at Home: কীভাবে এবং কতবার বাড়িতে আরতি করা উচিত? না জানলে পুজোয় হবে বড় ভুল, উত্তর দিচ্ছেন কাশীর বিখ্যাত জ্যোতিষী