Lucky Girl For Father: বাবার ভাগ্য গড়ে দেয় এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েরা, সমাজে পরিবারের মাথা উঁচু করে

Last Updated:

Lucky Girl For Father: এই মেয়েরা বাবার জন্য অপার ভাগ্য নিয়ে আসে ৷ স্বামীরও দুরন্ত ভাবে ভাগ্যের চাকা ঘোরে ৷

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: বৈদিক জ্যোতিষ শাস্ত্রের মতই সংখ্যাতত্ত্ব জ্যোতিষ অনুযায়ী জন্মতিতি স্বভাব, ব্যক্তিত্ব ও ভবিষ্যতের বিষয়ে নানান কথা বলা হয়ে থাকে ৷ কোনও ব্যক্তির জন্ম তিথির সঙ্গে সংযুক্ত করে মূলাঙ্ক নির্ধারিত করা হয় ৷ আজ এমন সমস্ত মেয়েদের বিষয়ে আলোচনা করা হবে ৷ ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্কের জাতক-জাতিকাদের স্বভাব আলাদা আলাদা হয়ে থাকে ৷
এমন সব মহিলাদের বিষয়ে বলা হবে যাতে কোনও মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মায় ৷ এই মেয়েরা পরিবারের মুখ উজ্জ্বল করে ৷ এখানেই শেষ নয়, এই মেয়েরাই বাবার ভাগ্য ফিরিয়ে দেয় ৷ অঙ্ক জ্যোতিষ অনুযায়ী এই সমস্ত মেয়েরা বাবার জন্য অত্যন্ত লাকি রূপে প্রতিপন্ন হয় ৷ এই মেয়েরা নিজেদের ভাগ্য রচনা করে একসঙ্গে বাবাকেও সাফল্যেই সপ্তাম সোপানে নিয়ে যায় ৷ জন্মের পরে বাবার আর্থিক অবস্থার উন্নতি হয় ৷
advertisement
একই সঙ্গে সৌভাগ্য প্রাপ্ত হয় ৷ যে সমস্ত মেয়েদের মূলাঙ্ক ৩ জ্যোতিষ শাস্ত্রমতে এই সমস্ত মেয়েরা ছোটবেলা থেকে পরিশ্রমী, একই সঙ্গে উদার মানসিকতা সম্পন্ন ৷ লক্ষ্যপূরণের জন্য যে কোনও ধরনের পরিশ্রম করতে পারেন এই ধরনের মহিলারা ৷ পরিশ্রমের ফলেই পরিবারের মুখ উজ্জ্বল করেন ৷ ৩ মূলাঙ্কের কন্যা সন্তানেরা স্বামীর ভাল ভাগ্যের নির্মাণ করেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন: বুধের রাশি পরিবর্তনে তুলকালাম! চাকরি থেকে ব্যবসায় ব্যাপক প্রভাব, খারাপ সময় মাথার উপরে বনবন করে ঘুরছে
জীবনে কঠিন সময় অত্যন্ত কম আসে ৷ খারাপ সময় এলেও অতি সহজেই বুদ্ধির মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ৷ এই মেয়েদের উপরে মা লক্ষ্মীর কৃপা বৃষ্টি হয় ৷ ৩ মূলাঙ্কের মেয়েরা প্রফেশন্যাল কেরিয়ারে অত্যন্ত সজাগ থাকেন ৷ যে কোনও মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে ৷ কারোর সামনে ঝুঁকতে চাননা ৷
advertisement
আরও পড়ুন: Grah Dosh Nivaran: গ্রহদোষ জীবনকে তোলপাড় করে, ম্যাজিকের মত কাটবে বিভিন্ন সমস্যা! সূর্য-শনি-শুক্রর অশান্ত রূপ শান্ত করে
অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন ৷ মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে থাকেন ৷ স্বপ্নপূরণ করতে বিশেষ ভাবেই সাফল হন ৷ জীবনের প্রতিটি বাঁকেই ভাগ্যের সঙ্গ পান ৷
advertisement
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Lucky Girl For Father: বাবার ভাগ্য গড়ে দেয় এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েরা, সমাজে পরিবারের মাথা উঁচু করে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement