Rahu Gochar: রাহুর গোচরে প্রচুর ধন-সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক-জাতিকারা! দেখে নিন কবে আসছে সুসময়

Last Updated:

Rahu Gochar 2023: বিভিন্ন রাশিতে রাহুর পালাক্রমে অবস্থান পরিবর্তনে আকস্মিক ধন লাভের সম্ভাবনা থাকে।

রাহুর গোচরে প্রচুর ধন-সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক-জাতিকারা! দেখে নিন কবে আসছে সুসময়
রাহুর গোচরে প্রচুর ধন-সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক-জাতিকারা! দেখে নিন কবে আসছে সুসময়
কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুকে মায়াবী বা ছায়া গ্রহ বলা হয়। মোট ১২টি রাশির মধ্যে কোনও রাশিতেই তিনি অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত নন। তবুও জ্যোতিষশাস্ত্রে, এই গ্রহের অবস্থান পরিবর্তন ভবিষ্যতের গণনায় খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাশিতে রাহুর পালাক্রমে অবস্থান পরিবর্তনে আকস্মিক ধন লাভের সম্ভাবনা থাকে।
পঞ্জিকা অনুসারে, রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন আগামী ৩০ অক্টোবর, ২০২৩ তারিখে, দুপুর ১টা বেজে ৩৩ মিনিটে। এই গ্রহের পরিবর্তনের বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সম্পদ এবং সম্মানের অধিকারী হবেন।
advertisement
advertisement
মেষ রাশি:
রাহুর সান্নিধ্যে এই রাশির জাতক-জাতিকারা আর্থিক ভাবে লাভবান হবেন। রাহুর গোচরের সময় জাতক-জাতিকারা আর্থিক ভাবে লাভবান হবেন, তাঁদের আকস্মিক অর্থ লাভেরও সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসা ও কর্মজীবনেও তাঁরা বিশেষ সফল হবেন।
কর্কট রাশি:
রাহুর প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকারা ব্যবসায় দারুণ সাফল্য পেতে চলেছেন। জাতক-জাতিকাদের ব্যবসাতেও আয়ের অঙ্ক বৃদ্ধি পাবে। যাঁরা এতদিন বাড়ি ও যানবাহন কেনার পরিকল্পনা করছিলেন, তাঁরা এই সময় তা কিনতে পারেন। এছাড়াও এই শুভ সময়ে যে কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কুম্ভ রাশি:
এই রাশিতে রাহু পূর্বের অবস্থান থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন, এই ঘরকে সম্পদ ও বাণীর ঘর বলা হয়। এতে জাতক-জাতিকাদের সম্মান ও মর্যাদা বাড়বে। পুরনো বিনিয়োগে লাভ হবে। ধার দেওয়া টাকাও এই সময় ফেরত পাওয়া যেতে পারে।
advertisement
মিথুন রাশি:
রাহুর প্রভাবে এই রাশির জাতক জাতিকারা আকস্মিক অর্থ লাভ করতে পারেন। সমাজে তাঁদের মান-সম্মান ও প্রতিপত্তি বাড়তে চলেছে। জাতক-জাতিকাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও তাঁদের পদমর্যাদা বৃদ্ধি পাবে।
মীন রাশি:
রাহুর রাশিগত অবস্থান পরিবর্তনের কারণে মীন রাশির জাতক-জাতিকারা আর্থিক ভাবে লাভবান হতে চলেছেন। যাঁরা বিনিয়োগের পরিকল্পনা করছিলেন তাঁদের জন্য এই সময়টি সেরা। যাঁরা এর পূর্বে কাউকে টাকা ধার দিয়েছিলেন, তাঁরা সেই টাকাও ফেরত পেতে পারেন। এছাড়াও জাতক-জাতিকারা রাহুর অবস্থান পরিবর্তনে কর্মজীবনে দারুণ সাফল্য পেতে চলেছেন।
advertisement
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rahu Gochar: রাহুর গোচরে প্রচুর ধন-সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক-জাতিকারা! দেখে নিন কবে আসছে সুসময়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement