Oracle Speaks: ওরাকল স্পিকস ৬ ডিসেম্বর; দেখুন ভাগ্যফল, জানুন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

Last Updated:

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

ওরাকল স্পিকস ৬ ডিসেম্বর
ওরাকল স্পিকস ৬ ডিসেম্বর
#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অন্যের জয় এবং নিজের পরাজয় সহজ ভাবে গ্রহণ করাই জীবনের শিক্ষা হওয়া উচিত।
advertisement
লাকি সাইন – একটি মেঘমুক্ত আকাশ
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
যা নিজের নয়, তার আশা ত্যাগ করাই ভাল, স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
লাকি সাইন – একটি অর্চ্র্যার্ড
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কেউ কাজে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টায় আছে, অতএব সতর্ক থাকা প্রয়োজন।
লাকি সাইন- একটি ছক্কা
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পুরনো পরিচিতর বার্তা আসবে, কর্মক্ষেত্রে বাদানুবাদ হতে পারে।
লাকি সাইন- একটি নীল বাস
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
চোখের যত্ন নেওয়া দরকার, কারও ঈর্ষা মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাবে।
লাকি সাইন- একটি বাস্কেটবল
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
শক্ত হাতে এবার পরিস্থিতির রাশ ধরা দরকার, অন্যথায় ক্ষতির সম্ভাবনা।
লাকি সাইন- একটি কফি মগ
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
মনোযোগী শ্রোতা হয়ে উঠতে হবে, কর্ম ও ব্যক্তিজীবন আলাদা রাখাই ভাল।
advertisement
লাকি সাইন- একটি রুপোর পাত্র
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
নিজের ভয় এবার কাটিয়ে উঠতে হবে, এব্যাপারে পরিবারের সাহায্য মিলবে।
লাকি সাইন– একটি ক্যান্ডি স্টোর
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
দিনটি অতিনাটকীয়তায় কাটলেও সন্ধ্যা ভাল যাবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
advertisement
লাকি সাইন– একটি অ্যাকোয়া নীল বস্ত্র
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
পরিকল্পনায় ব্যাঘাত বিভ্রান্তির মুখে ফেললেও কাছের কারও সাহায্যে কর্মোদ্ধার হবে।
লাকি সাইন– পছন্দের কোনও মিষ্টি
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কিছু সিদ্ধান্ত এবার বদল করা প্রয়োজন, আগের অনেক কিছু ভাল নাও লাগতে পারে।
লাকি সাইন– একটি লাল মোবাইল কভার
advertisement
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নিজের প্রতিভার সেরাটা দিতে পারলে কর্মক্ষেত্রে বিরল সম্মানপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
লাকি সাইন- একটি তামার জলপাত্র
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
advertisement
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৬ ডিসেম্বর; দেখুন ভাগ্যফল, জানুন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement