Oracle Speaks: ওরাকল স্পিকস ১৭ এপ্রিল: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Last Updated:

Oracle Speaks 17 April 2022: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!

Horoscope Predictions
Horoscope Predictions
#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
মা-বাবাকে নিয়ে যাবতীয় চিন্তা-ভাবনা দূর হতে চলেছে। কাজের জায়গাতেও এনার্জি থাকবে তুঙ্গে।
advertisement
লাকি সাইন– একটি ট্যাটু বা উল্কি
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
কেউ কেউ আপনাকে নানা ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। তবে সেই বিভ্রান্তি থেকে আপনি ঠিক বেরিয়ে আসবেন। যাঁরা ব্যবসায় যুক্ত, তাঁদের সাময়িক সমস্যা হতে পারে।
advertisement
লাকি সাইন– একটি লবণের বাতি
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
আপনি এখন যে কাজে রয়েছেন, সেটিই আপনাকে যথাযথ ফলাফল দেবে। কোনও কিছু উৎপাদন ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য কাল ভালো একটি দিন।
লাকি সাইন– একটি নাইটিঙ্গেল
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
কোনও ধর্মীয় স্থানে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট বিষয়ে তর্ক বড় ঝামেলায় পরিণত হতে পারে। তাই তা এড়িয়ে যাওয়াই ভালো।
advertisement
লাকি সাইন- একটি রোপওয়ে
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
এই মুহূর্তে ভাগ্য আপনার সহায়, তাই সাফল্য মিলবেই। তবে পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি হতে পারে।
লাকি সাইন- একটি সোনালি রঙের দরজা
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
জনবহুল স্থানে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কাজ এড়িয়ে চলাই ভালো। সেই সঙ্গে সতর্কও থাকতে। আর কালকের দিনের সব কিছুই আপনার মানসিকতার উপরেই নির্ভর করবে।
advertisement
লাকি সাইন- একটি রুপোলি তার
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
অন্যদের নিয়ে অযথা সন্দেহ না-করাই ভালো। আর সন্দেহ করলে আপনারই কাজের ক্ষতি হবে। বন্ধুদের সঙ্গে সমস্ত কথা শেয়ার না-করাই ভালো।
লাকি সাইন- একটি গ্লাস সদৃশ জ্যুস খাওয়ার কাচের পাত্র
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
ইতিমধ্যেই নিজের মনোযোগ কেন্দ্রীভূত করে নিয়েছেন এই রাশির জাতক-জাতিকারা। এবার শুধু তা সঠিক ভাবে প্রয়োগ করার পালা।
advertisement
লাকি সাইন– একটি সবুজ অ্যাভেনচুরিন পাথর
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
অন্যদের সম্পর্কে খুব বেশি সমালোচনা করা বন্ধ করতে হবে। নিজের অভিজ্ঞতার উপর ভরসা রেখে কাজ করে যান।
লাকি সাইন– একটি হ্রদ
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আপনি সঠিক ভাবে নিজের ভাব প্রকাশ করতে পারেন বলেই অনেকে আপনার উপর ভরসা করবেন। আপনার জন্য কাল দুই থেকে তিনটি সুযোগ অপেক্ষা করছে।
advertisement
লাকি সাইন– একটি সাদা রঙের মোমবাতি
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আপনার মানসিক স্বাস্থ্য এবং স্থিতিশীলতা এই মুহূর্তে উদ্বেগের বিষয় হতে পারে। তাই প্রথমে উদ্বেগ নিয়ন্ত্রণ করতে হবে।
লাকি সাইন– একটি কালো রঙের ট্যুরমালাইন
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সম্পর্কে কোনও রকম সমস্যা আসার আগেই কথাবার্তা বলে নেওয়া ভালো। আলোচনার সময় ছোটখাটো বিষয়গুলিকে সরিয়ে রাখাই শ্রেয়।
advertisement
লাকি সাইন- একটি লাল রঙের স্কার্ফ
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ১৭ এপ্রিল: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement