Numerology Suggestions: চিন্তার দ্বন্দ্ব থাকলেও একে অপরকে রক্ষা করে চলে এই দুই সংখ্যা, দেখে নিন কেমন হবেন সঙ্গী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
Numerology Suggestions: জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
এই হিসেবে সংখ্যা ২ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ চন্দ্র। আর একারণেই সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে দারুন উপযুক্ত । কেন?
advertisement
কারণ, সংখ্যা ৬ অঙ্গীকারের সংখ্যা, সেই জন্যেই-
advertisement
advertisement
advertisement
আবার, সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন। তবে তাঁদের মধ্যে দ্বন্দ্বও নিশ্চিত। কেন?
- সাধারণত ২ সংখ্যার জাতক জাতিকারা প্রায়ই ৭ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে জুড়ে থাকেন। একসঙ্গে থাকলেও তাঁদের চিন্তা ভাবনায় একটা দ্বন্দ্ব থেকেই যায়।
advertisement
- ৭ সংখ্যার জাতক জাতিকারা অনেকটা যুক্তিবাদী হয়ে থাকেন, কিন্তু ২ সংখ্যার জাতক জাতিকারা অনেক বেশি আবেগ প্রবণ। ফলে সম্পর্কের ক্ষেত্রে অসন্তোষ তৈরি হতে পারে।
- কিন্তু ৭ এবং ২ সংখ্যার জাতক জাতিকা জীবনের সমস্ত ক্ষেত্রে একে অপরকে সহায়তা করে চলেন।
- ব্যবসায়িক ক্ষেত্রেও লাভের মুখ দেখা সম্ভব।
- কিন্তু যদি কারও নাম সংখ্যার মোট ৭ হয়, তবে জন্ম তারিখের নিরিখে ২ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে তাঁদের মিল কম হয়।
- এমন দম্পতিদের ক্ষেত্রে উভয়েই ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে পারেন প্রতিকার হিসেবে। ২ ভগবান চন্দ্র এবং ৭-এর অধিপতি কেতু। এরা সকলেই ভগবান শিবের অনুসারী। তাই ভগবান শিবের আশীর্বাদ প্রয়োজন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 3:40 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: চিন্তার দ্বন্দ্ব থাকলেও একে অপরকে রক্ষা করে চলে এই দুই সংখ্যা, দেখে নিন কেমন হবেন সঙ্গী