Numerology Suggestions: চিন্তার দ্বন্দ্ব থাকলেও একে অপরকে রক্ষা করে চলে এই দুই সংখ্যা, দেখে নিন কেমন হবেন সঙ্গী

Last Updated:

দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

Numerology Suggestions: জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
এই হিসেবে সংখ্যা ২ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ চন্দ্র। আর একারণেই সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে দারুন উপযুক্ত । কেন?
advertisement
কারণ, সংখ্যা ৬ অঙ্গীকারের সংখ্যা, সেই জন্যেই-
  • ২ এবং ৬ সংখ্যার জাতক জাতিকার মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠতে পারে। উভয়ই অঙ্গীকারের সংখ্যা।
    • তাই বিবাহ এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য সর্বোত্তম জুটি হতে পারে।
      • ৬ সংখ্যার জাতক জাতিকা পরিবার এবং বন্ধুদের সঙ্গে থাকতে ভালবাসেন। ২ সংখ্যার জাতক জাতিকারা আবার সেই সম্পর্কগুলিকে সুন্দর করার সব রকম চেষ্টা করে যান।
      • advertisement
        • এঁরা দায়িত্বের সঙ্গে যেকোনও প্রতিশ্রুতি এবং কর্তব্য পূরণ করেন।
          • তবে ২ কে ৬-এর সঙ্গে কাজ করার সময় খানিকটা মানসিক ভারসাম্য অর্জন করতে শিখতে হবে।
            • এই দুই সংখ্যাই সামাজ কল্যাণ, সরকার এবং দেশের জন্য ব্যাপকভাবে কাজ করতে পারে।
            • advertisement
              • ৬ সংখ্যার জাতক জাতিকার যদি কোনও একক বা অংশীদারি ব্যবসা থাকে তাহলে তাঁদের মোবাইলের মোট সংখ্যা ২ হলে ভাল হয়।
                • একই ভাবে ২ সংখ্যার জাতক জাতিকা যদি দুধ, সৌন্দর্য পণ্য, সাজসজ্জা, কমিশনিং, প্রতিরক্ষা পরিষেবা, কাপড়, ওষুধ, গহনা, জল, আইন এবং খাদ্য সংক্রান্ত ব্যবসায় যুক্ত হন তা হলে তাঁদের মোবাইলের মোট সংখ্যা ৬ হলে ভাল।
                • advertisement
                  আবার, সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন। তবে তাঁদের মধ্যে দ্বন্দ্বও নিশ্চিত। কেন?
                  • সাধারণত ২ সংখ্যার জাতক জাতিকারা প্রায়ই ৭ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে জুড়ে থাকেন। একসঙ্গে থাকলেও তাঁদের চিন্তা ভাবনায় একটা দ্বন্দ্ব থেকেই যায়।
                  advertisement
                  • ৭ সংখ্যার জাতক জাতিকারা অনেকটা যুক্তিবাদী হয়ে থাকেন, কিন্তু ২ সংখ্যার জাতক জাতিকারা অনেক বেশি আবেগ প্রবণ। ফলে সম্পর্কের ক্ষেত্রে অসন্তোষ তৈরি হতে পারে।
                  • কিন্তু ৭ এবং ২ সংখ্যার জাতক জাতিকা জীবনের সমস্ত ক্ষেত্রে একে অপরকে সহায়তা করে চলেন।
                  • ব্যবসায়িক ক্ষেত্রেও লাভের মুখ দেখা সম্ভব।
                  • কিন্তু যদি কারও নাম সংখ্যার মোট ৭ হয়, তবে জন্ম তারিখের নিরিখে ২ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে তাঁদের মিল কম হয়।
                  • এমন দম্পতিদের ক্ষেত্রে উভয়েই ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে পারেন প্রতিকার হিসেবে। ২ ভগবান চন্দ্র এবং ৭-এর অধিপতি কেতু। এরা সকলেই ভগবান শিবের অনুসারী। তাই ভগবান শিবের আশীর্বাদ প্রয়োজন।
                  বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
                  Numerology Suggestions: চিন্তার দ্বন্দ্ব থাকলেও একে অপরকে রক্ষা করে চলে এই দুই সংখ্যা, দেখে নিন কেমন হবেন সঙ্গী
                  Next Article
                  advertisement
                  Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
                  ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
                  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

                  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

                  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

                  VIEW MORE
                  advertisement
                  advertisement