সাধারণ পরিবারের ছেলে মহম্মদ সিরাজ, জন্ম ১৩ তারিখে, সংখ্যাতত্ত্ব কী বলছে তাঁর সাফল্য নিয়ে

Last Updated:

Mohammad Siraj: ভারতীয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী, সিরাজের জন্ম তারিখের সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে তাঁর সাফল্য।

সিরাজকে ফোন অচেনা ব্যক্তির
সিরাজকে ফোন অচেনা ব্যক্তির
মহম্মদ সিরাজ, হায়দরাবাদের মহাতারকা। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ক্রিকেটার ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন ক্রীড়া জগতে। ভারতীয় জাতীয় দলের এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার IPL খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ঘরোয়া ক্রিকেটে তিনি প্রতিনিধিত্ব করেন হয়দরাবাদের। তাঁর উত্থানের পিছনে অবশ্যই রয়েছে তাঁর জন্ম তারিখের অবদান।
সিরাজের ভবিষ্যৎ নিয়ে কী বলছে সংখ্যাতত্ত্ব, দেখে নেওয়া যাক।
ভারতীয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী সিরাজের জন্ম তারিখের সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে তাঁর ক্রীড়া সাফল্যের বিষয়টি। কারণ—
advertisement
১. সিরাজের জন্ম ১৯৯৪ সালের ১৩ মার্চ। সেকারণেই তাঁর জীবনে সংখ্যা ১৩-র প্রভাব খুব বেশি।
আরও পড়ুন- ‘গম্ভীর’ ঝগড়ার পরই মন্দিরে বিরাট, সঙ্গী কে? কোহলিকে নিয়ে তুমুল চর্চা শুরু
২. সাধারণত সংখ্যা ১৩ জীবনে জাতক-জাতিকার নানা ধরনের প্রতিকূলতা বয়ে আনে বলে মনে করা হয়। কিন্তু সিরাজ তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। পুরোটাই তাঁর নিজের কৃতিত্বে, অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। তবে তাঁর সঙ্গী হয়েছে সংখ্যা ৪। কারণ এটি তাঁর জন্ম তারিখের যোগফল।
advertisement
৩. সেই সঙ্গে তাঁর জন্ম তারিখের মধ্য রয়েছে ৩। সংখ্যা ৩ হল দেবগুরু বৃহস্পতির প্রতিনিধি। তাই সিরাজের প্রশিক্ষকেরও একটা বড় ভূমিকা রয়েছে তাঁর সাফল্যে।
৪. সব সময় নিজের গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হবে সিরাজকে, তাতেই তাঁর সাফল্যের পথ সুগম হবে।
৫. সিরাজের জার্সি নম্বর ১ তাঁর এবছরের IPL সফরকে মসৃণ করতে পারে।
advertisement
৬. সিরাজের কাজের টেবিলে কোনও কাঠের বস্তু রাখলে ভাগ্য সহায় হবে।
৭. ২০২৩ সালে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ সবই পেতে চলেছেন সিরাজ।
আরও পড়ুন- কলকাতা পুলিশের পর উত্তরপ্রদেশ পুলিশ, বিরাট-গম্ভীরের ঝামেলার জল গড়াল অনেক দূর
৮. সিরাজের কৃতিত্বের কারণেই তাঁর বাবা-মা, গোটা পরিবার এমনকী সমগ্র হায়দরাবাদ গর্বিত হবে। উজ্জ্বীবিত হবে।
advertisement
শুভ রঙ: পার্পল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: রবি ও বৃহস্পতিবার
দান: নিজের ক্রীড়া পরিকল্পনা লিখে রাখা খুব প্রয়োজন। তবে ল্যাপটপে নয়, কোনও ডায়রিতে লাল কলমে লিখতে হবে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
সাধারণ পরিবারের ছেলে মহম্মদ সিরাজ, জন্ম ১৩ তারিখে, সংখ্যাতত্ত্ব কী বলছে তাঁর সাফল্য নিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement