কলকাতা পুলিশের পর উত্তরপ্রদেশ পুলিশ, বিরাট-গম্ভীরের ঝামেলার জল গড়াল অনেক দূর

Last Updated:
up police on virat kohli-gautam gambhir issue: লালবাজারের পর এবার উত্তরপ্রদেশের পুলিশ! কোহলি-গম্ভীরের ঝামেলা নিয়ে তোলপাড়।
1/5
আইপিএল ২০২৩-এ নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কোহলি ও গম্ভীর। লখনউ ও ব্যাঙ্গালোরের ম্যাচের পর কোহলি ও গম্ভীর ঝামেলায় জড়িয়েছিলেন। সেই ঝামেলা বিরাট আকার নেয়। তাতে মিম শেয়ার করে বসে কলকাতা পুলিশও।
আইপিএল ২০২৩-এ নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কোহলি ও গম্ভীর। লখনউ ও ব্যাঙ্গালোরের ম্যাচের পর কোহলি ও গম্ভীর ঝামেলায় জড়িয়েছিলেন। সেই ঝামেলা বিরাট আকার নেয়। তাতে মিম শেয়ার করে বসে কলকাতা পুলিশও।
advertisement
2/5
মানি হাইস্টের প্রফেসরের ছবি দিয়ে কলকাতা পুলিশের পোস্টে লেখা হয়েছে, "আপনার ফোনে যে OTP-টা গেছে সেটা বলুন।" এর ঠিক নীচেই বিরাট কোহলির মুখে আঙুল দেওয়া ছবি। তাতে লেখা - "আপনি"।  অর্থাৎ, আপনাকে এক্ষেত্রে চুপ থাকতে হবে। ওটিপি কোনওভাবেই শেয়ার করা যাবে না।
মানি হাইস্টের প্রফেসরের ছবি দিয়ে কলকাতা পুলিশের পোস্টে লেখা হয়েছে, "আপনার ফোনে যে OTP-টা গেছে সেটা বলুন।" এর ঠিক নীচেই বিরাট কোহলির মুখে আঙুল দেওয়া ছবি। তাতে লেখা - "আপনি"। অর্থাৎ, আপনাকে এক্ষেত্রে চুপ থাকতে হবে। ওটিপি কোনওভাবেই শেয়ার করা যাবে না।
advertisement
3/5
বিভিন্ন সতর্কতামূলক পোস্টে কলকাতা পুলিশ এই ধরণের মজার মিম ব্যবহার করে। তবে বিরাট-গম্ভীরের ঝামেলা নিয়ে মজার পোস্ট করার সুযোগ ছাড়ল না উত্তরপ্রদেশের পুলিশও।
বিভিন্ন সতর্কতামূলক পোস্টে কলকাতা পুলিশ এই ধরণের মজার মিম ব্যবহার করে। তবে বিরাট-গম্ভীরের ঝামেলা নিয়ে মজার পোস্ট করার সুযোগ ছাড়ল না উত্তরপ্রদেশের পুলিশও।
advertisement
4/5
উত্তরপ্রদেশের পুলিশ লিখল- কোনও ব্যাপারই আমাদের সমস্যাই আমাদের কাছে গম্ভীর বা বিরাট নয়। যে কোনও বিপদের পরিস্থিতিতে ১১২ ডায়াল করুন।
উত্তরপ্রদেশের পুলিশ লিখল- কোনও ব্যাপারই আমাদের সমস্যাই আমাদের কাছে গম্ভীর বা বিরাট নয়। যে কোনও বিপদের পরিস্থিতিতে ১১২ ডায়াল করুন।
advertisement
5/5
কোহলি আর গম্ভীরের ঝামেলা নিয়ে এখন ভারতীয় ক্রিকেট সরগরম। গম্ভীর ও বিরাটের ইতিমধ্যে জরিমানা হয়েছে। তবে ব্যাপারটা এত সহজে মিটবে বলে মনে করছেন না অনেকেই। জল অনেকদূর গড়াবে।
কোহলি আর গম্ভীরের ঝামেলা নিয়ে এখন ভারতীয় ক্রিকেট সরগরম। গম্ভীর ও বিরাটের ইতিমধ্যে জরিমানা হয়েছে। তবে ব্যাপারটা এত সহজে মিটবে বলে মনে করছেন না অনেকেই। জল অনেকদূর গড়াবে।
advertisement
advertisement
advertisement